Mimi Chakraborty: সাদা রঙা স্লিট ড্রেসে হট পোজ মিমির। যদিও তারকা সাংসদের ‘সেক্সি লুক’ মনে ধরল না নেটপাড়ার একাংশের। ফ্যানেরা যদিও করলেন জমিয়ে তারিফ।
1/6সাদা রঙা স্লিট ড্রেসে সুপারহট লুকে ধরা দিলেন মিমি চক্রবর্তী। ওয়েস্টার্ন পোশাক কিংবা শাড়ি-- সবতেই যেন রূপের আগুন ছড়ান অভিনেত্রী। সাদা পোশাকে মিমিকে দেখে মুগ্ধ অনুরাগীরা, তবে ট্রোলডও হতে হল বোল্ড পোশাকের জেরে। (ছবি-ইনস্টাগ্রাম)
2/6সাদা রঙা স্লিট ড্রেসের সঙ্গে হাঁটু পর্যন্ত লম্বা হাই হিল বুট পরেছিলেন মিমি। সঙ্গে খোলা চুল আর মানানসই মেক-আপে লেন্সবন্দি হয়েছেন তারকা সাংসদ।
3/6মিমির এই লুকের হাইলাইট ছিল তাঁর কালো রঙা বুট। খুব বেশি অ্যাক্সেসারিজে ধরা দেননি নায়িকা। কানে ছিল গোলাকৃতি দুল।
4/6মিমিকে দেখেই এক নেটিজেন লেখেন, ‘ছোটবেলার সেই মুহূর্ত যখন স্কুল থেকে এসে প্যান্ট খুলে শুধু জামা পড়ে ঘুরতাম’। অপর একজন লেখেন, ‘সাংসদের প্যান্ট কোথায়?’
5/6সদ্যই প্যারিসে জন্মদিন কাটিয়ে ফিরেছেন মিমি। ফেরার পথে বিমানে মিমির খাবারে চুল নিয়ে রীতিমতো ‘চুলোচুলি’ কাণ্ড! টুইট করে মিমি এমিরেটসের কাছে নালিশ ঠুকেছিলেন। সেই রেশ ধরেই ‘প্রিভিলেজড’ মিমিকে দু-চার কথা শুনিয়ে দেন নেটিজেনরা। (ছবি-ইনস্টাগ্রাম)
6/6মিমিকে শেষ পর্দায় দেখা গিয়েছে ‘খেলা যখন’ ছবিতে। আপতত টলিউডের কোনও প্রোজেক্টে হাত দেননি মিমি। তবে শোনা যাচ্ছে শীঘ্রই জাতীয় স্তরের ওটিটি প্ল্য়াটফর্মে কাজ করবেন তারকা সাংসদ।