Pigeon with suspected device: পায়রার পায়ে বাঁধা সন্দেহজনক ডিভাইস, ডানায় লেখা 'বার্তা'! ওড়িশায় তীব্র চাঞ্চল্য
Updated: 09 Mar 2023, 01:23 PM ISTআপাতত সাইবার পুলিশের হাতে সেই পায়রাকে তুলে দেওয়া হয়েছে। সাইবার বিশেষজ্ঞরা ওই ক্যামেরা ও ডিভাইসকে খতিয়ে দেখে আসল সত্য উদ্ধারে ব্যস্ত রয়েছেন। জগতসিংহপুরের পুলিশ বলছে, রাজ্যের ফরেন্সিক দফতরের সাহায্যও তারা নেবে, এই পায়রার সঙ্গে আটকে থাকা ডিভাইসের সত্যিটা উদ্ধর করতে।
পরবর্তী ফটো গ্যালারি