Pizza made by pizza hut recorded as the world largest pizza: পিৎজাটি বানানো হয়েছে প্রচুর পরিমাণ পিৎজা সস ও টপিংস দিয়ে। এছাড়াও স্বাদে অতুলনীয়। তবে খেতে পারবেন কি না জানা নেই।
1/6পিৎজা খাওয়ার সময় স্মল, মিডিয়াম ও লার্জ সাইজের পিৎজা অপশন দেওয়া হয় সংস্থার তরফে। এর মধ্যে থেকে যেকোনও একটি বেছে নিতে হয়। তবে ১৩৯৯০ স্কোয়ার ফুটের পিৎজা অর্ডার দিলেও তা পেটে ঢুকবে না পুরোটা। (Freepik)
2/6সম্প্রতি পিৎজা হাট লস অ্যাঞ্জেলেসে এত বড়ো পিৎজা বানিয়েছে। এর আকার দেখলে প্রথমে অবশ্য খাওয়ার কথা মাথাতেও আসে না। হঠাৎ এত বড়ো পিৎজা বানানোর কারণ কী? (Freepik)
3/6সংবাদ সংস্থা সিএনএন-এর কথায়, বিগ নিউইয়র্কার পিৎজা বানানোর তোড়জোড় করছিল পিৎজা হাট সংস্থাটি। তখনই হঠাৎ মাথায় আসে এমন পরিকল্পনা। যদি বড়োই বানাতে হয়, তাহলে গিনিসে নাম তোলার মতো বড় কোন বানানো হবে না? (Freepik)
4/6এমন পরিকল্পনা মাথায় আসতেই যোগাযোগ করা হয় সে দেশের নামকরা ইউটিউবার এয়ারর্যাকের সঙ্গে। তার সঙ্গে দল গড়ে নামা হয় বিশ্ব রেকর্ডের পিৎজা গড়ার কাজে। (Freepik)
5/6লস অ্যাঞ্জেলেসের কনভেনশন সেন্টারে শুরু হয় এই বিশাল পিৎজা গড়ার কাজ। মোট ৬১৯৩ কেজি ময়দা লেগেছে এই পিৎজা বানাতে। একইসঙ্গে চিজের পরিমাণ শুনলে চোখ বড়ো হয়ে যাওয়াও অস্বাভাবিক নয়। ৩৯৯০ কেজি চিজ দিয়ে বানানো হয় এই পিৎজা। (Freepik)
6/6পুরো প্রক্রিয়াটির ভিডিয়ো রেকর্ডিংও করা হয়। মোট ৬৮০০০ টুকরো পিৎজা তৈরি হয় এই বিশাল কাজটি। ভিডিয়োর শেষে এক কর্মীকে গিনিস বুকের রেকর্ড জয়ের শংসাপত্র হাতে দেখা যায়। (Freepik)