বাংলা নিউজ >
ছবিঘর >
‘প্ল্যানেট সাইজ রিং’ নববধূর আঙুলে, বাগদানের ছবি সামনে আসল অঙ্কিতা-ভিকির
‘প্ল্যানেট সাইজ রিং’ নববধূর আঙুলে, বাগদানের ছবি সামনে আসল অঙ্কিতা-ভিকির
Updated: 15 Dec 2021, 12:01 PM IST
লেখক Priyanka Bose
- ইনস্টাগ্রামে বাগদানের ছবি শেয়ার করে অঙ্কিতা লিখেছেন, ‘কোনও একক্ষেত্রে সাধারণের মাঝখানে, জীবনের ভালোবাসা আমাদের রূপকথা গল্প উপহার দেয়’।
1/8১৪ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। দীর্ঘদিনের প্রেমিক ভিকি জৈনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। (ছবি ইনস্টাগ্রাম)
2/8মুম্বাইয়ের পাঁচ তারকা হোটেলে বসেছিল বিয়ের আসর। বিয়ের আগেই আংটি বদল সেরেছিলেন দম্পতি।
3/8পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে এনগেজমেন্ট সারেন এই জুটি।
4/8কালো গাউনে সেজেছিলেন অঙ্কিতা। ভিকিও অঙ্কিতার সঙ্গে মিলিয়ে স্যুট-বুট পরেছিলেন।
5/8এদিন অঙ্কিতার হাতে লক্ষাধিক টাকার হীরে খচিত আংটি পরিয়ে দেন ভিকি। অঙ্কিতাও প্রেমিকের আঙুলে আংটি পরিয়ে সারাজীবনের সঙ্গীকে জড়িয়ে ধরেন।
6/8জুটির আংটি বদলের সময়, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ছবি রাবতার টাইটেল ট্র্যাকটি ব্যাকগ্রাউন্ডে বাজছিল।
7/8দুজনেই প্রাক বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন গানের তালে পারফর্ম করেন।
8/8অঙ্কিতা এবং ভিকি তাদের বাগদানের পার্টিতে কেক কেটে সেলিব্রেট করেন।
অন্য গ্যালারিগুলি