প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ১১ তম কিস্তির টাকা (PM Kisan 11th Installment) কবে জমা পড়বে? তা নিয়ে ক্রমশ আগ্রহ বাড়ছে। পিএম কিষান নিধির আওতায় ২,০০০ টাকা পাবেন দেশের কোটি-কোটি কৃষক। যে প্রকল্পের আওতায় বছরে তিন কিস্তিতে দেশের ১২ কোটি কৃষক মোট ৬,০০০ টাকা পান। কবে ১১ তম কিস্তির টাকা জমা পড়বে, তা জেনে নিন -
1/5চলতি মাসেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়তে পারে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ১১ তম কিস্তির টাকা (PM Kisan 11th Installment)। গত বছর অষ্টম কিস্তির টাকা ১৪ মে দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট মহলের ধারণা, এবারও মে'তেই পিএম কিষান নিধির টাকা দেবে নরেন্দ্র মোদী সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/5যদিও কেন্দ্রের তরফে এখনও জানানো হয়নি যে কবে পিএম নিধির ১১ তম কিস্তির টাকা (PM Kisan 11th Installment) দেওয়া হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
3/5পিএম নিধির ১১ তম কিস্তির (PM Kisan 11th Installment) আওতায় দেশের কোটি-কোটি কৃষকের অ্যাকাউন্টে ২,০০০ টাকা জমা পড়বে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5আপাতত দেশের ১২ কোটি কৃষক প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির সুবিধা পান। বছরে তিনটি কিস্তিতে মোট ৬,০০০ টাকা প্রদান করা হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5তারইমধ্যে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যে কৃষকরা এখনও ই-কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়া সম্পন্ন করেননি, তাঁদের আগামী ৩১ মে'র মধ্যে করতে হবে। উপভোক্তারা পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in-তে গিয়ে সেই কাজটা করতে পারেন। PM Kisan অ্যাপ থেকেও তা করতে পারবেন উপভোক্তারা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)