বাংলা নিউজ > ছবিঘর > PM Kisan 12th Installment: কবে ঢুকবে কিষাণ সম্মান নিধির দ্বাদশ কিস্তির টাকা? জানা গেল সম্ভাব্য তারিখ

PM Kisan 12th Installment: কবে ঢুকবে কিষাণ সম্মান নিধির দ্বাদশ কিস্তির টাকা? জানা গেল সম্ভাব্য তারিখ

কৃষকদের আর্থিক সাহায্যের জন্য কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু করেছিল। প্রতি বছর কৃষকদের এই প্রকল্প বাবদ ৬ হাজার টাকা নগদ দেওয়া হয়। এই টাকা প্রতি চার মাস অন্তর কৃষকদের অ্যাকাউন্টে ঢোতে। ২ হাজার টাকার কিস্তিতে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢোকে। এখনও পর্যন্ত এই প্রকল্পের ১১টি কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে এসেছে। কৃষকরা ১২তম কিস্তির জন্য অপেক্ষা করছেন।