কৃষকদের আর্থিক সাহায্যের জন্য কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু করেছিল। প্রতি বছর কৃষকদের এই প্রকল্প বাবদ ৬ হাজার টাকা নগদ দেওয়া হয়। এই টাকা প্রতি চার মাস অন্তর কৃষকদের অ্যাকাউন্টে ঢোতে। ২ হাজার টাকার কিস্তিতে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢোকে। এখনও পর্যন্ত এই প্রকল্পের ১১টি কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে এসেছে। কৃষকরা ১২তম কিস্তির জন্য অপেক্ষা করছেন।
1/4২০২২ সালের ৩১ মে প্রধানমন্ত্রী মোদী ১০ কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে ১১তম কিস্তির দুই হাজার টাকা স্থানান্তর করেছিলেন। এমন পরিস্থিতিতে, আশা করা হচ্ছে যে ১২তম কিস্তির জন্য দুই হাজার টাকা ১ সেপ্টেম্বরের পরেই কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে।
2/4আর্থিক বছরের প্রথম কিস্তি আসে এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে। দ্বিতীয়টি অগস্ট থেকে নভেম্বরের মধ্যে আসে। কৃষি অধিদফতরের সংশ্লিষ্ট সূত্র বলছে, দ্বাদশ কিস্তি ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে আসতে পারে।
3/4অন্যদিকে, ই-কেওয়াইসি করার শেষ তারিখ ৩১ জুলাই। মনে করা হচ্ছে যে এবার সরকার আর ই-কেওয়াইসির সময়সীমা বাড়াবে না। আপনি যদি আজকের মধ্যে ই-ওয়াইসি না করান, তাহলে ভবিষ্যতে আপনি প্রধানমন্ত্রী কিষাণ নিধির সুবিধা পাবেন না।
4/4কীভাবে করবেন ই-কেওয়াইসি? ই-কেওয়াইসি করতে প্রথমে পিএম কিষাণ যোজনার ওয়েবসাইটে যান (pmkisan.gov.in)। এখানে কৃষকের E-KYC ট্যাবে ক্লিক করুন। নতুন ওয়েব পেজে আধার নম্বর লিখুন এবং অনুসন্ধান ট্যাবে ক্লিক করুন। আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে ওটিপি আসবে। ওটিপি জমা দেওয়ার পর ‘সাবমিট’-এ ক্লিক করুন। আপনার ই-কেওয়াইসি হয়ে যাবে।