PM Kisan: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির আওতায় ইতিমধ্যে একাদশ কিস্তির টাকা প্রদান করা হয়েছে। তারইমধ্যে প্রায় ৫১,০০০ উপভোক্তার থেকে মোট ৩৯ কোটি টাকা ফেরত দিতে চলেছে এই রাজ্য সরকার। চলতি মাসের মধ্যেই সেই টাকা ফিরিয়ে দিতে হবে।
1/4ভুয়ো নথি দিয়ে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির সুবিধা নিয়েছিলেন। এমনই ৫১,০০০ উপভোক্তার থেকে ৩৯ কোটি টাকা আদায় করতে চলেছে বিহার সরকার। চলতি মাসের মধ্যে তাঁদের টাকা ফেরত দিতে বলা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/4'হিন্দুস্তান টাইমস' গ্রুপের 'লাইভ হিন্দুস্তান'-র প্রতিবেদনে জানানো হয়েছে, ইতিমধ্যে ভুয়ো নথি জমা দেওয়া উপভোক্তাদের নোটিশ পাঠানো হয়েছে। তারপরও যাঁরা টাকা ফেরত দেবেন না, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/4প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির আওতায় বিহারে মোট ৮২ লাখ উপভোক্তা টাকা পান। তবে এখনও ১১ লাখ অ্যাকাউন্ট যাচাই করা হয়নি। সেই পরিস্থিতিতে রাজ্যের কৃষকরা এখনও পর্যন্ত মোট ১,৬৭০ কোটি টাকা পেয়েছেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/4গত মাসেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ১১ তম কিস্তির ২,০০০ টাকা প্রদান করেছে কেন্দ্র। ‘ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার’-র মাধ্যমে দেশের ১০ কোটির বেশি কৃষকের কাছে সবমিলিয়ে ২১,০০০ কোটি টাকা পৌঁছে গিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)