PM Kisan Changes: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর। পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন এসেছে। এখন আপনি আপনার আধার নম্বর ছাড়াই সুবিধাভোগীরা নিজের স্ট্যাটাস দেখতে হবে। এর জন্য এবার থেকে আপনাকে পিএম কিষানের রেজিস্ট্রেশন নম্বর বা মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। OTP ছাড়া আপনি আপনার স্ট্যাটাস দেখতে পারবেন না।
1/5এদিকে পিএম কিষানের রেজিস্ট্রেশনে জালিয়াতি রুখতে এখন রেশন কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। রেশন কার্ড নম্বর আসার পরেই, স্বামী বা স্ত্রী বা সেই পরিবারের যে কোনও সদস্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পেতে সক্ষম হবেন। এই প্রকল্পের অধীনে, নতুন নিবন্ধনের ক্ষেত্রে রেশন কার্ড নম্বর দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া নথির একটি সফট কপি তৈরি করে পোর্টালে আপলোড করতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (HT_PRINT)
2/5আগামী মাসে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষানের একাদশ কিস্তির টাকা জমা পড়বে। আপনি যদি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে প্রথমবার নিবন্ধন করেন, তাহলে আবেদনকারীকে রেশন কার্ড নম্বর আপলোড করতে হবে। এছাড়া পিডিএফও আপলোড করতে হবে। এখন আধার কার্ড, ব্যাঙ্কের পাসবুক এবং ঘোষণাপত্রের হার্ড কপি জমা দেওয়ার বাধ্যতামূলকতা বাতিল করা হয়েছে। এখন নথিগুলির পিডিএফ ফাইল তৈরি করে পোর্টালে আপলোড করতে হবে। এতে প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় জালিয়াতি কমবে। এছাড়াও নিবন্ধন আগের চেয়ে সহজ হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (HT_PRINT)
3/5সরকার পিএম কিষাণ (প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা) প্রকল্পের অধীনে ১১টি কিস্তিতে টাকা দিয়েছে এখনও। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায় সারা দেশে কোটি কোটি কৃষক বার্ষিক ৬ হাজার টাকা পান। সরকার এই অর্থ অনলাইনে কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তর করে। আপনিও যদি একজন কৃষক হন কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে সক্ষম না হয়ে থাকেন, তাহলে চিন্তা করার দরকার নেই। আপনি পিএম কিষাণ সম্মান নিধিতে আপনার নাম নথিভুক্ত করতে পারেন, যাতে আপনি সরকারের প্রকল্পের সুবিধা নিতে পারেন। ছবি : পিএম কিষাণ (HT_PRINT)
4/5ইতিমধ্যেই বিহার এবং উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা প্রকল্পের সুবিধাভোগী অনেক কৃষককে রিকভারি নোটিশ জারি করা হয়েছে। জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, কোনও করদাতা যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা নিয়ে থাকেন, তাঁদের এখনই সেই অর্থ ফেরত দিতে হবে। (HT_PRINT)
5/5এখনও পর্যন্ত ২.৫৫ কোটি কৃষক রয়েছেন, যাঁরা অন্তত একবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সুবিধা পেয়েছেন। এর মধ্যে ৬.১৮ লাখ কৃষক এমন আছেন, যাদের আধার নম্বর ভুলভাবে ডেটাবেসে প্রবেশ করানো হয়েছে অথবা আবেদন এবং নথিভুক্ত আধার কার্ডের নামের মধ্যে পার্থক্য রয়েছে। এ ধরনের মানুষ পরবর্তীতে আর এই প্রকল্পের আওতায় কোনও কিস্তির টাকা পাননি। (HT_PRINT)