পিএম কিষানের কিস্তি পাওয়ার জন্য ই-কেওয়াইসি (eKYC) করে রাখা আবশ্যিক। আগামী ৩১ জুলাই ২০২২-এর মধ্যে ই-কেওয়াসি করতে হবে সুবিধাভোগীদের।
1/8গত ৩১ মে ২০২২-এ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan) ১১ তম কিস্তির ঘোষণা হয়। ইতিমধ্যেই বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২,০০০ টাকা করে প্রবেশ করেছে। ছবি: পিএম কিষান (PM Kisan)
2/8পিএম কিষানের কিস্তি পাওয়ার জন্য ই-কেওয়াইসি (eKYC) করে রাখা আবশ্যিক। আগামী ৩১ জুলাই ২০২২-এর মধ্যে ই-কেওয়াসি করতে হবে সুবিধাভোগীদের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PM Kisan)
3/8পিএম কিষানের পোর্টালে বা নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে গিয়ে বায়োমেট্রিক ই-কেওয়াইসি করতে পারবেন। ছবি : পিএম কিষান পোর্টাল (PM Kisan)
4/8Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN) তথা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির (পিএম কিষান) অফিসিয়াস ওয়েবসাইট www.pmkisan.gov.in-তে যেতে হবে। ছবি : পিএম কিষাণ (PM Kisan)
5/8স্ক্রিনের ডানদিকে Farmers Corner-র অধীনে 'eKYC'-তে ক্লিক করুন। নয়া একটি পেজ খুলে যাবে। ছবি: পিএম কিষান (PM Kisan)
6/8সেখানে নিজের আধার কার্ডের নম্বর, ক্যাপচা দিন। তারপর ‘Search’-এর ক্লিক করুন। আপনার আধার কার্ডে সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত আছে, তা লিখে ফেলুন। ছবি : পিএম কিষান পোর্টাল (PM Kisan)
7/8সেই নম্বরে ‘OTP’ আসবে। তা নির্দিষ্ট জায়গায় লিখে ফেলুন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PM Kisan)
8/8Submit’-এ ক্লিক করুন। ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। ছবি : পিএম কিষান (PM Kisan)