কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে মোদী সরকার অনেকগুলি প্রকল্প শুরু করেছিল। সেই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। এটি সরকারের এমন একটি প্রকল্প, যাতে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। প্রতি কৃষকের অ্যাকাউন্টে বছরে ছয় হাজার টাকা স্থানান্তর করা হয়।
1/4সরকার কিষাণ সম্মান নিধির টাকা ৩টি সমান কিস্তিতে পাঠায়। অর্থাৎ প্রতি কিস্তিতে দুই হাজার টাকা করে পাঠায় কেন্দ্রীয় সরকার। কৃষকরা এই পর্যন্ত ১১টি কিস্তিতে টাকা পেয়েছেন কেন্দ্রের থেকে। এবার ১২তম কিস্তিও শীঘ্রই পেতে চলেছেন কৃষকরা। (HT_PRINT)
2/4শুধুমাত্র সেই কৃষকরাই প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা পাবেন, যাঁরা কৃষক ই-কেওয়াইসি করিয়েছেন। ই-কেওয়াইসির শেষ তারিখ ছিল ৩১ জুলাই। সরকার কয়েকবার ই-কেওয়াইসির শেষ তারিখ পরিবর্তন করেছে। এর আগে ই-কেওয়াইসির শেষ তারিখ ছিল ৩১ মার্চ। তারপর তা বাড়িয়ে ৩১ মে এবং পরে ৩১ জুলাই করা হয়। এরপর এখনও পর্যন্ত এর মেয়াদ বৃদ্ধি হয়নি। (HT_PRINT)
3/4অনেক সময় সরকারের পক্ষ থেকে অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা হলেও তা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছায় না। এর সবচেয়ে বড় কারণ হল আপনার আধার নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণে ভুল থাকে। এর পাশাপাশি, যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের বানান এবং আধার কার্ডে লেখা নামে গরমিল থাকে বা ভুল IFSC কোড দেওয়া থাকে, তাহলে আপনার টাকাও আটকে যেতে পারে। (HT_PRINT)
4/4২০২২ সালের ৩১ মে প্রধানমন্ত্রী মোদী ১০ কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে ১১তম কিস্তির দুই হাজার টাকা স্থানান্তর করেছিলেন। আশা করা হচ্ছে যে ১২তম কিস্তির দুই হাজার টাকা ১ সেপ্টেম্বরের পরেই কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে। কৃষি অধিদফতরের সংশ্লিষ্ট সূত্র বলছে, দ্বাদশ কিস্তির টাকা ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে ঢুকতে পারে কৃষকদের অ্যাকাউন্টে। (HT_PRINT)