PM Kisan Samman Nidhi: এখনও পর্যন্ত ১১টি কিস্তির টাকা পেয়েছেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগীরা। তবে এরই মধ্যে বেশ কয়েক লাখ কৃষকের থেকে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা ফেরত নিতে চলেছে সরকার।
1/4যোগী রাজ্যে কেন্দ্রের এই প্রকল্প নিয়ে বড়সড় জালিয়াতি সামনে এসেছে। যাচাই-বাছাইয়ে এখন পর্যন্ত এমন ৩ লাখ ১৫ হাজার ১০ জন সুবিধাভোগীর সন্ধান মিলেছে, যারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/4উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা প্রকল্পের সুবিধাভোগী অনেক কৃষককে রিকভারি নোটিশ জারি করা হয়েছে। জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, যে কোনও করদাতা যিনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা নিয়েছেন, তাঁদের এখনই সেই অর্থ ফেরত দিতে হবে।
3/4এখনও পর্যন্ত ২.৫৫ কোটি কৃষক রয়েছেন, যাঁরা অন্তত একবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সুবিধা পেয়েছেন। এর মধ্যে ৬.১৮ লাখ কৃষক এমন আছেন, যাদের আধার নম্বর ভুলভাবে ডেটাবেসে প্রবেশ করানো হয়েছে অথবা আবেদন এবং নথিভুক্ত আধার কার্ডের নামের মধ্যে পার্থক্য রয়েছে। এ ধরনের মানুষ পরবর্তীতে আর এই প্রকল্পের আওতায় কোনও কিস্তির টাকা পাননি।
4/4এদিকে কেন্দ্রীয় সরকার ৩১ মে-এর মধ্যে প্রধানমন্ত্রী সম্মান নিধির সমস্ত সুবিধাভোগীদের eKYC করার নির্দেশ দিয়েছিল। মে মাস পর্যন্ত মাত্র ৫৩ শতাংশ সুবিধাভোগী eKYC করতে পেরেছেন। কৃষকরা নিজেরাও নির্ধারিত ফি পরিশোধ করে পিএম কিষাণ পোর্টাল বা কমন সার্ভিস সেন্টারে গিয়ে eKYC করতে পারেন। যদি তা না করানো হয়, তাহলে পরবর্তী ক্ষেত্রে তাঁদের কিস্তি পেতে অসুবিধা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)