নরেন্দ্র মোদী সরকারের অধীনে ২০১৮ সালের ডিসেম্বরে PM KISAN শুরু হয়েছিল।
1/5প্রধানমন্ত্রী কিষাণ সম্মান সরকারি পেনশন প্ল্যানগুলির মধ্যে একটি। অর্থাত্ অন্যান্যগুলির মতোই, PM Kisan-এর টাকা পাওয়ার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে। নরেন্দ্র মোদী সরকারের অধীনে ২০১৮ সালের ডিসেম্বরে PM KISAN শুরু হয়েছিল। ছবি : পিএম কিষান (PM Kisan)
2/5পিএম কিষানের আওতাধীন প্রতিটি কৃষক পরিবার বছরে ২,০০০ টাকার তিনটি কিস্তিতে মোট ৬,০০০ টাকা করে পান। শীঘ্রই এর দশম কিস্তির টাকা আসার কথা। ফাইল ছবি : পিটিআই (PTI)
3/5কিন্তু অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা না থাকলে সেই টাকা আসবে না। তাই এখনও যদি এই কাজ সেরে না থাকেন, তা দ্রুত করে ফেলুন। (ছবি সৌজন্য হিন্দুস্তান টাইমস) (HT Photo)
4/5কীভাবে অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন? আধার কার্ড নিয়ে ব্যাঙ্কের শাখায় যান। সেখানেই এ বিষয়ে সহায়তা করা হবে। সাধারণত ব্যাঙ্ককর্মীর উপস্থিতিতে আধার কার্ডের ফটোকপিতে স্বাক্ষর করতে হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (PTI)
5/5আধার যাচাই করার পরে ব্যাঙ্ক অনলাইন সিডিং করবে। এরপরে অ্যাকাউন্টে ১২ সংখ্যার আধার নম্বর পূরণ করা হবে। ভেরিফিকেশান হয়ে গেলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি SMS এসে যাবে। ফাইল ছবি : এএনআই (ANI)