বাংলা নিউজ > ছবিঘর > ISRO-র নতুন EOS-06 উপগ্রহ থেকে তোলা গুজরাটের ছবি শেয়ার করলেন PM Modi!

ISRO-র নতুন EOS-06 উপগ্রহ থেকে তোলা গুজরাটের ছবি শেয়ার করলেন PM Modi!

গত সপ্তাহে শনিবার ISRO এই আর্থ অবজারভেশন স্যাটেলাইট (EOS) এবং অন্যান্য মোট আটটি উপগ্রহ লঞ্চ করে। সেগুলি সফলভাবে একাধিক কক্ষপথে স্থাপন করা হয়েছে। ভারতীয় মহাকাশ অভিযানের ইতিহাসে এই লঞ্চকে একটি মাইলফলক বলে অভিহিত করা হচ্ছে।