গত সপ্তাহে শনিবার ISRO এই আর্থ অবজারভেশন স্যাটেলাইট (EOS) এবং অন্যান্য মোট আটটি উপগ্রহ লঞ্চ করে। সেগুলি সফলভাবে একাধিক কক্ষপথে স্থাপন করা হয়েছে। ভারতীয় মহাকাশ অভিযানের ইতিহাসে এই লঞ্চকে একটি মাইলফলক বলে অভিহিত করা হচ্ছে।
1/5সম্প্রতি লঞ্চ হওয়া EOS-06 স্যাটেলাইট থেকে তোলা দুর্দান্ত কিছু ছবি শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পোস্ট করা ছবিতে নিজের রাজ্য গুজরাটকে তুলে ধরেছেন তিনি। ফাইল ছবি: টুইটার (Twitter)
2/5ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, এই উপগ্রহ থেকে তোলা ছবি আগামিদিনে ঘূর্ণিঝড়ের আরও ভাল পূর্বাভাস দিতে সাহায্য করবে। উপকূলীয় অর্থনীতির বিকাশে এই উপগ্রহের গুরুত্ব অসীম বলে জানান তিনি। ফাইল ছবি: টুইটার (Twitter)
3/5গত সপ্তাহে শনিবার ISRO এই আর্থ অবজারভেশন স্যাটেলাইট (EOS) এবং অন্যান্য মোট আটটি উপগ্রহ লঞ্চ করে। সেগুলি সফলভাবে একাধিক কক্ষপথে স্থাপন করা হয়েছে। ভারতীয় মহাকাশ অভিযানের ইতিহাসে এই লঞ্চকে একটি মাইলফলক বলে অভিহিত করা হচ্ছে। ফাইল ছবি: টুইটার (Twitter)
4/5EOS-06 স্যাটেলাইট একটি থার্ড জেনারেশেনের কৃত্রিম উপগ্রহ। এটি সমুদ্রের পর্যবেক্ষণের জন্য নিখুঁতভাবে ব্যবহার করা যাবে। কীভাবে? ফাইল ছবি: টুইটার (Twitter)
5/5বিশেষজ্ঞরা বলছেন, এই উপগ্রহের মাধ্যমে সমুদ্রের ঢেউ, বায়ুর গতিবেগ, স্রোতের অভিমুখ ইত্যাদি পর্যবেক্ষণ করা যাবে। তার মাধ্যমে মাছ ধরার সম্ভাব্য সেরা অঞ্চল চিহ্নিত করা যাবে। এর ফলে মত্স্যজীবীদের অত্যন্ত সুবিধা হবে। এর পাশাপাশি আবহাওয়ার পূর্বাভাস, বায়ুর গতিবেগ, ঘূর্ণিঝড় সনাক্তকরণ, সাইক্লোন ট্র্যাকিং এবং সমুদ্র অঞ্চলের নিরাপত্তা নজরদারির ক্ষেত্রে এই স্যালেটাইট ব্যবহৃত হবে। ফাইল ছবি: টুইটার (Twitter)