PM Modi Speech Highlights: ৭৬ তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে কী কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
1/9এদিন প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘যারা স্বাধীনতার জন্য লড়াই করেছেন বা জাতি গঠন করেছেন - ডঃ রাজেন্দ্র প্রসাদ, নেহরুজি, সরদার প্যাটেল, শ্যামাপ্রসাদ মুখার্জি, লাল বাহাদুর শাস্ত্রী, দীনদয়াল উপাধ্যায়, জেপি নারায়ণ, রাম মোহন লোহিয়া, বিনোবা ভাবে, নানাজি দেশমুখ, সুব্রামনিয়া ভারতী - এমন মহান ব্যক্তিত্বদের সামনে মাথা নত করার দিন আজ।’ (PTI)
2/9প্রধানমন্ত্রী বলেন, ‘রাণী লক্ষ্মীবাই, ঝালকারি বাই, চেন্নাম্মা, বেগম হজরত মহলদের কথা আমাদের যখন মনে পড়ে তখনই আমরা নারী শক্তির কথা স্মরণ করি। তখন প্রতিটি ভারতবাসীর হৃদয় গর্বে ভরে ওঠে।’ (PTI)
3/9মোদী আরও বলেন, ‘আমরা যখন স্বাধীনতা সংগ্রামের কথা বলি, তখন আমরা আদিবাসী সম্প্রদায়কে ভুলতে পারি না। ভগবান বিরসা মুন্ডা, সিধু-কানহু, আল্লুরী সীতারামা রাজু, গোবিন্দ গুরু - এমন অসংখ্য নাম রয়েছে যারা স্বাধীনতা সংগ্রামের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন এবং মাতৃভূমির জন্য বেঁচে থাকতে ও মরতে আদিবাসী সম্প্রদায়কে অনুপ্রাণিত করেছেন।’ (PTI)
4/9প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আমি মনে করি আগামী ২৫ বছরের জন্য আমাদের ৫টি ভিত্তির উপর নজর দিতে হবে। ২০৪৭ সালে আমাদের স্বাধীনতাপ্রেমীদের স্বপ্ন পূরণ করতে হবে। তখন এই পঞ্চ সংকল্প পূরণ করে আমাদের স্বাধীনতার ১০০ বছর পূরণ করতে হবে।’ (PTI)
5/9প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, ‘আমাদের ৫টি বড় সংকল্প নিয়ে হাঁটতে হবে। এই সংকল্পগুলির মধ্যে একটি হবে উন্নত ভারত। দ্বিতীয়ত, দাসত্বের কোনও অংশ যেন দেশের কোনও কোণে না থাকে। এখন আমাদের ১০০ শতাংশ নিশ্চিত করতে হবে যাতে আমরা দাসত্বের চিন্তাভাবনা ভুলে এগোতে পারি। এই দাসত্বের চিন্তাভাবনা আমাদের শক্ত করে ধরে রেখেছে। দাসত্বের ক্ষুদ্রতম বিষয়গুলি থেকেও মুক্তি পেতে হবে আমাদের।’ (PTI)
6/9প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, ‘দেশের তৃতীয় ব্রত হল আমাদের ঐতিহ্য নিয়ে গর্ব করতে হবে। এটাই সেই উত্তরাধিকার, যা একসময় ভারতকে তার স্বর্ণযুগ দিয়েছিল। এটি সেই উত্তরাধিকার, যা সময়ের সঙ্গে নতুনকে গ্রহণ করে চলেছে। চতুর্থ ব্রত হবে দেশে ঐক্য বজায় রাখা। দেশের ১৩০ কোটি দেশবাসীর মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। পঞ্চম ব্রত হল নাগরিকদের কর্তব্য পালন করা। এমনকি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীও এর বাইরে নন।’ (PTI)
7/9প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত গণতন্ত্রের ধাত্রীভূমি। ভারত প্রমাণ করেছে যে ভারতের অপরিসীম ক্ষমতা রয়েছে। ৭৫ বছরের যাত্রায় অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। আমরা যখন স্বাধীনতা অর্জন করি, তখন অনেক আমাদের উন্নয়নের গতিপথ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু তাঁরা জানতেন না যে এদেশের মানুষের মধ্যে আলাদা কিছু আছে। তাঁরা জানতেন না যে ভারতের মাটি বিশেষ।’ (PTI)
8/9আশা, আকাঙ্খার মধ্যে আমরা সকলের চেষ্টায় এখানে পৌঁছেছি। ২০১৪ সালে ভারতীয় নাগরিকরা যখন আমায় দায়িত্ব দিয়েছিলেন, তখন আমি স্বাধীনতার পরে জন্মগ্রহণকারী প্রথম ব্যক্তি হয়েছিলাম, যিনি লালকেল্লা থেকে দেশবাসীর গুণগান করার সুযোগ পেয়েছিলেন। (PTI)
9/9প্রধানমন্ত্রী বলেন, ‘যারা দেশ লুঠ করেছে... আমরা এমন পরিস্থিতি তৈরি করব যে তাদের সেই লুঠের অর্থ ফিরিয়ে দিতে হবে। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে দেশবাসীর সহযোগিতা কামনা করছি আমি।’ (PTI)