শীঘ্রই ভারতে শুরু হতে চলেছে 5G মোবাইল পরিষেবা। সোমবার স্বাধীনতা দিবসের ভাষণে এমনই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'মেড-ইন-ইন্ডিয়া' প্রযুক্তি নতুন ভারতের চ্যালেঞ্জ মোকাবিলা করবে। তিনি বলেন, ‘প্রথমবারের মতো ভারতের ডিজিটাল প্রযুক্তি প্রতিটি ক্ষেত্রে সংস্কার আনবে।’ পাশাপাশি এদিন লাল বাহাদুর শাস্ত্রীর ‘জয় জওয়ান, জয় কিষাণে’র মন্ত্রে প্রধানমন্ত্রী মোদী ‘জয় অনুসন্ধান’ স্লোগানও তোলেন।
1/5প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের প্রযুক্তি এসে গিয়েছে! গ্রামে গ্রামে 5G, সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং এবং অপটিক্যাল ফাইবার ক্যাবল পৌঁছে দেব আমরা। আমরা ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে তৃণমূল স্তরে একটি বিপ্লব আনছি।’
2/5সেমিকন্ডাক্টর, 5G নেটওয়ার্ক এবং অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের উৎপাদন সহ ডিজিটাল ইন্ডিয়া আন্দোলন শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে এবং সাধারণ মানুষের জীবনে পরিবর্তনে বড় ভূমিকা পালন করবে বলে জানান প্রধানমন্ত্রী মোদী।
3/5প্রসঙ্গত, জিও শীঘ্রই দেশে 5G পরিষেবা চালু করার বিষয়ে কাজ করছে বলে জানা গিয়েছে। গতবছরই রিলায়েন্স জিও গুগলের সহযোগিতায় জিও ফোন নেক্সট লঞ্চ করেছিল। এই আবহে সেই জোটকে বজায় রেখেই 5G ক্ষেত্রেও বড় পদক্ষেপ করতে পারে জিও। উল্লেখ্য, ৮৮,০৭৮ কোটি টাকায় প্রায় অর্ধেক এয়ারওয়েভ কিনে নিয়েছিল মুকেশ আম্বানির সংস্থা। 'নায়ক' ৭০০ MHz ব্যান্ড-সহ একাধিক ব্যান্ড দখল করেছে জিও।
4/5এদিকে এয়ারটেলের সিইও গোপাল ভিত্তল জানিয়েছিলেন, অগস্টেই ভারতে 5G পরিষেবা চালু করতে চলেছে ভারতীয় এয়ারটেল। প্রাথমিক ভাবে দেশের বড় ১৩টি শহরগুলিতে এই পরিষেবা চালু করা হতে পারে। আহমেদাবাদ, গান্ধীনগর, গুরুগ্রাম, ব্যাঙ্গালোর, চণ্ডীগড়, চেন্নাই, হায়দরাবাদ, জামনগর, কলকাতা, লখনউ, মুম্বই এবং পুনের মতো শহরগুলিতে প্রথম ধাপে 5G পরিষেবা চালু হবে বলে জানা গিয়েছে। তিনি আরও জানান, ২০২৪ সালের মার্চের মধ্যে গোটা দেশে 5G পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর তাঁর সংস্থা।
5/5সবমিলিয়ে 5G স্পেকট্রামের নিলামে ১৫০,১৭৩ কোটি টাকার দর হাঁকা হয়। ১০টি ব্যান্ডের যে ৭২,০৯৮ MHz স্পেকট্রাম নিলামে উঠেছিল, তার মধ্যে ৫১,২৩৬ MHz (৭১ শতাংশ) বিক্রি হয়ে গিয়েছে। 5G স্পেকট্রামের জন্য প্রথম বছর ১৩,৩৬৫ কোটি টাকা পাবে কেন্দ্র। যে পরিষেবা আগামী অক্টোবর থেকে শুরু হতে পারে।