স্বাধীনতার পর নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে গুরুতর অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ নেতাজির জন্মদিবস উপলক্ষে আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জে ২১টি দ্বীপের নামকরণ করেন মোদী। ভার্চুয়ল সেই অনুষ্ঠানে নেতাজিকে অনেক কিছু বলেন প্রধানমন্ত্রী।
1/5এদিকে তাঁর সরকার নেতাজি সংক্রান্ত ফাইল ডিক্লাসিফাই করেছে বলে দাবি করে নরেন্দ্র মোদী বলেন, 'কয়েক দশক ধরে নেতাজি সম্পর্কিত ফাইলগুলিকে প্রকাশ করার দাবি ছিল। পূর্ণ নিষ্ঠার সাথে এই কাজটি করেছে আমাদের সরকার।' তিনি বলেন, 'স্বাধীনকার পরপর নেতাজিকে স্বীকৃতি দেওয়ার জন্য যা করা উচিত ছিল সেই সব প্রোজেক্ট গত কয়েক বছরে সম্পন্ন হয়েছে।' (PTI)
2/5এদিকে আজ পরাক্রম দিবস উপলক্ষে আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের ২১টি নামবিহীন দ্বীপের নামকরণ করেন প্রধানমন্ত্রী মোদী। দেশের ২১ পরমবীর চক্র প্রাপকদের নামে সেই নামকরণ হয়েছে। এই নিয়ে মোদী বলেন, 'নেতাজিই আন্দামান ও নিকোবরের এই সকল দ্বীপের নামকরণ করেছিলেন। কিন্তু স্বাধীনতার পর সেই নামকরণের মর্যাদা দেওয়া হয়নি। তাই বীরেদের প্রতি শ্রদ্ধা জানাতে এই ভাবনা।' (PTI)
3/5আজকে দ্বীপের নামকরণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বলেন, 'আন্দামানের এই ভূমিতেই দেশে প্রথমবার তিরঙ্গা উত্তোলন করা হয়েছিল। এখানেই প্রথমবারের মতো স্বাধীন ভারতের সরকার গঠিত হয়েছিল। এই আবহে আজ এই ২১টি দ্বীপের নামকরণের নেপথ্যে অনেক বার্তা লুকিয়ে রয়েছে। সেই বার্তাটি হল - এক ভারত, শ্রেষ্ঠ ভারত; আমাদের সশস্ত্র বাহিনীর সাহসিকতার জন্য এই বার্তা।' (PTI)
4/5এদিন মোদী অভিযোগ করেন, 'অতীতে নেতাজির নাম ভোলানোর চেষ্টা করা হয়েছিল। তবে গত ৮-৯ বছরে নেতাজিকে নিয়ে অনেক কাজ করা হয়েছে। নেতাজির ভাবনা সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য একাধিক মিউজিয়ামও করা হয়েছে। স্বাধীনতার পর নেতাজির অবদানকে ভোলানোর চেষ্টা করা হয়েছে। নেতাজিকে নিয়ে যত ফাইল আছে তা প্রকাশ করা হচ্ছে। যাতে মানুষ সব জানতে পারে।' (PTI)
5/5এদিকে নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বীপে নির্মিত নেতাজিকে উৎসর্গ করা জাতীয় স্মৃতিসৌধের মডেলও আজ উন্মোচন করেন প্রধানমন্ত্রী। ২০১৮ সালে সেখানে সফরের সময় ওই দ্বীপের নামকরণ নেতাজির নামে করেছিলেন মোদী। মোদী বলেন, 'পরমবীর চক্র প্রাপকদের নামে এই ২১টি দ্বীপের পরিচিতি বাড়বে। আগামী প্রজন্মের কাছে প্রেরণা জোগাবে নেতাজি সৌধ।' (PTI)