বাংলা নিউজ >
ছবিঘর >
‘কদম কদম বাড়ায়ে যা’ বাজল ইন্ডিয়া গেটে, নেতাজির হলোগ্রাম মূর্তির উন্মোচন মোদীর
‘কদম কদম বাড়ায়ে যা’ বাজল ইন্ডিয়া গেটে, নেতাজির হলোগ্রাম মূর্তির উন্মোচন মোদীর
Updated: 23 Jan 2022, 06:47 PM IST
লেখক Ayan Das
- রবিবার ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর হলোগ্রাম মূর্তির উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
1/8রবিবার ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর হলোগ্রাম মূর্তির উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ছবি সৌজন্যে ভিডিয়ো)
2/8রবিবার সন্ধ্যায় নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তীতে রিমোটের বোতাম চেপে হলোগ্রাম মূর্তির উন্মোচন করেন মোদী। (ছবি সৌজন্যে ভিডিয়ো)
3/8উদ্বোধনের সময় বাজানো হয় ‘কদম কদম বাড়ায়ে যা’। সেই গানের সময় সকলকে উঠে দাঁড়াতে বলা হয়। (ছবি সৌজন্যে ভিডিয়ো)
4/8৩০,০০০ লুমেনস ও ফোর কে প্রজেক্টর দ্বারা এই হলোগ্রাম মূর্তিকে তুলে ধরা হয়েছে। (ছবি সৌজন্যে পিটিআই)
5/8আগামিদিনে হলোগ্রাম মূর্তির পরিবর্তে গ্রানাইটে তৈরি নেতাজির মূর্তি বসবে। সেই মূর্তির উচ্চতা হবে ২৮ ফুট। চওড়ায় হবে ছ'ফুট। (ছবি সৌজন্যে পিটিআই)
6/8নেতাজির মূর্তি তৈরির জন্য কালো গ্র্যানাইট আসবে তেলাঙ্গানা থেকে। (ছবি সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
7/8ওড়িশার অদ্বৈত গড়নায়ক সেই মূর্তি গড়ে তুলবেন। (ছবি সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
8/8কেন্দ্র: এই মূর্তি দেশের তরফে নেতাজির কাছে 'ঋণ স্বীকার'-এর প্রতীক হতে চলেছে। (ছবি সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
অন্য গ্যালারিগুলি