জাপানে অনুষ্ঠিত জি৭ সম্মেলনে সম্মানিত অতিথি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মঞ্চ থেকেই নীরবে পরিবেশ সংরক্ষণ নিয়ে বড় বার্তা দিলেন নরেন্দ্র মোদী। নিজে ফেলে দেওয়া প্লাস্টিকের জ্যাকেট পরে সেই বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী।
1/5আগামী কয়েক দশকের মধ্যেই ভারত কার্বন নিঃসরণের মাত্রা শূন্যে নামিয়ে আনতে চায়। উন্নত দেশগুলির কাছেও তার বার্তা, সেই লক্ষ্য পূরণ করতে যেন উন্নয়নশীল দেশগুলিকে সাহায্য করা হয়। নয়ত এই পৃথিবীকে বাঁচানো যাবে না। আর ভারত যে নিজেদের অংশের দায়িত্ব পালনে কতটা অঙ্গীকারবদ্ধ, তা বোঝাতেই জি৭ সম্মেলনের মঞ্চকে বেছে নিলেন মোদী। (PM twitter)
2/5ফেলে দেওয়া প্লাস্টিকের তৈরি জ্যাকেট পরে তাবড় বিশ্বনেতাদের সঙ্গে আলিঙ্গন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের অত্যাধুনিক প্রযুক্তি এবং সংস্কৃতির মেলবন্ধনকে ছুঁইয়ে দিয়েছেন তাদের গায়েও। ভারত নিজেদের দায়িত্ব পালন করতে যে দেশীয় প্রযুক্তিকে হাতিয়ার করবে, সেই বার্তাই দিয়েছেন মোদী। (PM twitter)
3/5জি৭ সম্মেলনে মোদী বক্তব্য পেশের সময় সমান ভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের পক্ষে সওয়াল করেন। তিনি চাহিদার প্যাটার্ন বদলানোর কথা বলেন। এবং সেই চাহিদা অনুসারে পণ্য উৎপাদনের পরামর্শ দেন। মুখে না বলেও তাঁর গায়ে থাকা জ্যাকেটটি তাঁর বক্তব্যের উদাহরণ হয়ে দাঁড়ায়। মোদী বলেন, 'আমি বিশ্বাস করি, উন্নয়নের মডেল কখনও উন্নয়শীল দেশের অগ্রগতির ক্ষেত্রে কখনও বাধা হয়ে দাঁড়াতে পারে না।' (PM twitter)
4/5জি৭ সম্মেলনে মোদী চাষে ব্যবহৃত সার প্রয়োগের বদলে জৈবিক কৃষিকাজের কথা বলেন। তিনি বলেন, 'আমি বিশ্বাস করি ডিজিটাল বিশ্বের সুফল বিশ্বের প্রতিটি কৃষকের কাছে পৌঁছে দেওয়া উচিত।' এদিকে জি৭ সম্মেলনের পর কোয়াড বৈঠকেও মোদী জলবায়ু পরিবর্তন নিয়ে নিজের উদ্বেগের কথা তুলে ধরেন। এই আবহে জলবায়ু পরিবর্তনের ওপর চারটি দেশের একটি প্যানেল গঠনের পরামর্শ দেন তিনি। মোদী বলেন, 'আমাদের লক্ষ্য নেট জিরো (কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা) বিশ্ব তৈরি করা। এর জন্য কম খরচে দূষণ মুক্ত জ্বালানি ইন্দো-প্যাসিফিকে পৌঁছে দিতে হবে। আমাদের উচিত এই অঞ্চলকে পরিবেশ সংরক্ষণের জন্য অর্থায়ন এবং প্রযুক্তি প্রদান করা।' (PM twitter)
5/5উল্লেখ্য, মোদী এর আগেও ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল থেকে তৈরি জ্যাকেট পরেছেন। চলতি বছরে ফেব্রুয়ারিতে বেঙ্গালরুর এক অনুষ্ঠানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন প্রধানমন্ত্রীকে নীল রঙের একটি জ্যাকেট উপহার দিয়েছিল। সেটি পরবর্তীকালে তাঁকে সংসদে পরে যেতে দেখা গিয়েছিল। এবার বিশ্বমঞ্চে পরিবেশ রক্ষার বার্তা দিতে রিসাইকেল করা প্লাস্টিকের তৈরি জ্যাকেট পরলেন মোদী। (PM twitter)