PMGKAY Free Ration Scheme extended: প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ বাড়ানো হল। সবুজ সংকেত দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। তার ফলে ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে খাদ্যশস্য পাবেন দেশের ৮০ কোটি মানুষ।
1/5আরও তিন মাস বিনামূল্যে মিলবে রেশন। কারণ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ আরও তিন মাস বৃদ্ধির ক্ষেত্রে সবুজ সংকেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। অর্থাৎ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন পাবেন দেশের ৮০ কোটি মানুষ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় প্রতি মাসে দেশের ৮০ কোটি মানুষ বিনামূল্যে পাঁচ কিলোগ্রাম খাদ্যশস্য পান। ২০১৩ সালের জাতীয় খাদ্য সুরক্ষা আইনের ধারার আওতায় ওই ৮০ কোটি উপভোক্তা চিহ্নিত করা হয়েছে। নির্ধারিত কোটার আওতায় তাঁরা যে রেশন পান, সেটা তো পান। তারপরও বিনামূল্যে পাঁচ কেজি খাদ্যশস্য পান ওই উপভোক্তারা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুরাগ ঠাকুর জানান, উৎসবের মরশুমে দেশের মানুষের স্বার্থে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে। সেজন্য আগামী তিন মাসে ১২১ লাখ মেট্রিক টন খাদ্যশস্য প্রদান করা হবে। সেজন্য বাড়তি ৪৪,৭৬২ কোটি টাকা খরচ হবে। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)
4/5করোনাভাইরাস মহামারীর সময় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার চালু করা হয়। প্রাথমিকভাবে তিন মাসের জন্য (২০২০ সালের এপ্রিল থেকে ২০২০ সালের জুন) সেই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। তারপর থেকে একাধিকবার প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। দ্বিতীয় দফা (২০২০ সালের জুলাই থেকে নভেম্বর), তৃতীয় দফা (২০২১ সালের মে এবং জুন), চতুর্থ দফা (২০২১ সালের জুলাই থেকে নভেম্বর), পঞ্চম দফা (২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের মার্চ) এবং ষষ্ঠ দফায় (২০২২ সালের মে থেকে সেপ্টেম্বর) খাদ্যশস্য দেওয়া হয়েছে। এবার সপ্তম দফায় বিনামূল্যে খাদ্যশস্য প্রদান করা হবে। (ছবিটি প্রতীকী, কে রাজ/হিন্দুস্তান টাইমস)
5/5তারইমধ্যে বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ জানিয়েছেন, খাদ্যশস্যের ক্ষেত্রে কোনও ঘাটতি হবে না। সেটা চাল হোক বা গম হোক। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে পাঁচ কেজি করে রেশন দেওয়া হবে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)