2/5 সূত্রের খবর, আজ টিম ইন্ডিয়ার সঙ্গে ফোনে কথা বলেছেন মোদী। অসামান্য ক্যাপ্টেন্সির জন্য রোহিত শর্মার প্রশংসা করেছেন। আন্তর্জাতিক স্তরে দুর্দান্ত টি-টোয়েন্টি কেরিয়ারের জন্য তাঁকে অভিনন্দন জানান। ফাইনালে যে ইনিংস খেলেছেন, সেটার জন্য বিরাট কোহলির প্রশংসা করেন মোদী। সার্বিতকভাবে ভারতীয় ক্রিকেটে তিনি যে অবদান রেখেছেন, সেটার জন্য বিরাটকে ধন্যবাদ জানান। (ছবি সৌজন্যে এএফপি)
3/5 সেইসঙ্গে দুর্দান্ত ফাইনাল ওভারের জন্য হার্দিক পান্ডিয়া এবং অবিশ্বাস্য ক্যাচের জন্য সূর্যকুমার যাদবেরও ভূয়সী প্রশংসা করেন মোদী। পুরো বিশ্বকাপেই যেভাবে জসপ্রীত বুমরাহ অবদান রেখেছেন, সেটার জন্য তাঁকে স্যালুট জানান প্রধানমন্ত্রী। ভারতীয় ক্রিকেটে অভাবনীয় অবদানের জন্য টিম ইন্ডিয়ার বিদায়ী হেড কোচ রাহুল দ্রাবিড়েরও প্রশংসা করেন। (ছবি সৌজন্যে এএফপি)
4/5 সংশ্লিষ্ট মহলের ধারণা, রোহিত-বিরাটরা দেশে ফিরলে নিশ্চিতভাবে তাঁদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী। জয়ী অ্যাথলিটদের সঙ্গে সাধারণত নিজের বাসভবনে আমন্ত্রণ জানান। টিম ইন্ডিয়ার ক্ষেত্রেও সেটা হতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। তবে রোহিতরা কবে দেশে ফিরবেন, তা এখনও স্পষ্ট নয়। তাঁরা যখনই আসবেন, তখন যে রাজকীয় অভ্যর্থনা পাবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। (ছবি সৌজন্যে এএফপি)
5/5 শনিবার ফাইনালে ভারতের যে খেলোয়াড়রা ম্যাচের মোড় ঘুরিয়েছেন, তাঁরা হলেন বিরাট, বুমরাহ, সূর্য এবং হার্দিক। বিরাট গুরুত্বপূর্ণ ৭৬ রান করেন। বুমরাহ এবং হার্দিকরা ভারতকে হারা ম্যাচে জিতিয়ে দেন। আর অবিশ্বাস্য ক্যাচ নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন সূর্য। আর ভারতীয় হেড কোচ হিসেবে দ্রাবিড়ের এটাই শেষ মিশন ছিল। (ছবি সৌজন্যে পিটিআই)