‘উন্নতি’ ঋণ পোর্টফোলিওর পরিধি বাড়িয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হাউজিং ফাইন্যান্স কোম্পানি। পিএনবি হাউজিং এখন তার গ্রাহকদের ৯ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে আবাসন ঋণ দেবে ‘উন্নতি’র মাধ্যমে। সংস্থার এমডি এবং সিইও হরদয়াল প্রসাদ বলেছেন যে এখন সংস্থাটি ‘উন্নতি’ পোর্টফোলিওর অধীনে ৯ থেকে ১২ লাখের গৃহঋণ প্রদান করবে। এতে আরও বেশি মানুষ গৃহঋণ নিতে সক্ষম হবেন বলে আশা সংস্থার।
1/4সংস্থার প্রধান বলেন, আমরা এখন একটি ভিন্ন অবকাঠামো তৈরি করছি। যাতে নতুন শ্রেণির গ্রাহকরাও সহজেই গৃহঋণ নিতে পারেন। জুন ত্রৈমাসিকে কোম্পানিটি ১০টি নতুন শাখা খুলেছে। ‘উন্নতি’র নীতি সম্পূর্ণ বদলে গিয়েছে। এটি একটি সম্পূর্ণ ভিন্ন ব্যবসা হবে। উল্লেখ্য, এর আগে পিএনবি হাউজিং এই পরিমাণের গৃহঋণ দিত না।
2/4পিএনবি-র হাউজিং ফাইন্যান্স কোম্পানি দেশের ১৪০টি জেলাকে বেছে নিয়ে এই নয়া নীতি কার্যকর করেছে। এই জেলাগুলিতে 'উন্নতি' প্রকল্পের আওতায় গ্রাহকদের এই ঋণ দেওয়া হবে। সংস্থাটি এখন দেশের ১০ থেকে ১২টি রাজ্যে সম্প্রসারণের প্রক্রিয়াধীন রয়েছে। যার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গুজরাট, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং তেলাঙ্গানার মতো রাজ্য আছে।
3/4সংস্থাটি এই রাজ্যগুলিতে শাখা খোলার পরিকল্পনা করছে। কোম্পানি এজন নতুন নির্বাহীকে নিয়োগ করেছে। তিনি একচেটিয়াভাবে সাশ্রয়ী মূল্যের গৃহঋণের বিষয়টি দেখাশোনা করবেন। মিডিয়া রিপোর্ট অনুসারে, কোম্পানিটি ২০২২ সালের জুনের ত্রৈমাসিকে ‘উন্নতি’ পোর্টফোলিওর অধীনে ১৪০ থেকে ১৪২ কোটি টাকা ঋণ দিয়েছে।
4/4গত সপ্তাহে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) আর্থিক নীতির বৈঠকে রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছিল। এমন পরিস্থিতিতে আবাসন খাতে চাহিদা কমার সম্ভাবনা রয়েছে। রেপো রেট বাড়ানোর বিষয়ে হরদয়াল প্রসাদ বলেছেন, আমাদের এই নতুন প্রকল্পের সাথে নির্মাণ খাতে চাহিদা বাড়তে পারে। দেশের টায়ার-৪ শহরেও পিএনবি-র শাখা রয়েছে। যা আমাদের গ্রামে ও পঞ্চায়েত স্তরে পৌঁছতে অনেক সাহায্য করবে।