গত কয়েক মাস ধরেই অনেক ব্যাঙ্ক গ্রাহকদের KYC প্রক্রিয়া সম্পন্ন করতে সতর্ক করছে। KYC করার মাধ্যমে, গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় থাকবে এবং সহজেই সেই অ্যাকাউন্টে লেনদেন করা যাবে। এই আবহে পাবলিক সেক্টর ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক গ্রাহকদের KYC আপডেট করার সময়সীমা বেঁধে দিল। ব্যাঙ্কের তরফে একটি টুইট করে বলা হয়েছে যে সমস্ত গ্রাহকদের ২০২২ সালের ৩১ অগস্টের মধ্যে KYC আপডেট করতে হবে।
1/4আপনার KYC বিবরণ আপডেট করতে, আপনি সংশ্লিষ্ট ফর্ম পূরণ করে তা জমা দিতে পারেন। KYC তথ্যে কোনও পরিবর্তন না ঘটে থাকলে আপনি অনায়াসে এই কাজটি করতে পারবেন। ব্যাঙ্ক শাখায় গিয়ে আপনাকে এই তথ্য জমা দিতে হবে। অথবা আপনি আপনার নিবন্ধিত ইমেল আইডির মাধ্যমেও এই তথ্য আপনি ব্যাঙ্ককে দিতে পারেন। যদি আপনার তথ্য পরিবর্তন হয়ে থাকে তাহলে আপনাকে ব্যাঙ্কের শাখায় যেতে হবে। সেখানে আপনাকে ফর্ম পূরণ করে পরিবর্তিত নথি জমা দিতে হবে।
2/4RBI-এর KYC নির্দেশিকা অনুসারে, ব্যাঙ্কগুলি নয়া গ্রাহকদের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে প্রয়োজনীয় KYC নিয়মগুলি মেনে চলতে বাধ্য। কোনও ডিফল্টের ক্ষেত্রে, গ্রাহক শনাক্তকরণের জন্য এই KYC প্রয়োজনীয়। এই কারণে যত তাড়াতাড়ি সম্ভব KYC প্রক্রিয়া সম্পন্ন করতে হবে গ্রাহকদের।
3/4KYC-এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাঙ্ক গ্রাহকের পরিচয়, ঠিকানা এবং প্যান নম্বর সহ বিভিন্ন তথ্য জানতে পারবে। KYC ফর্মের সঙ্গে একটি পরিচয়ের আইডি, ঠিকানার প্রমাণ এবং একটি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। আইডি হিসেবে প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দেওয়া যেতে পারে।
4/4২০০২ সালে KYC গাইডলাইন চালু করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। কেন্দ্রীয় ব্যাঙ্কের এই নির্দেশিকা মেনেই ব্য়াঙ্কগুলি কেওয়াইসি আপডেটের উপর জোর দিয়ে থাকে। কেওয়াইসি আপডেট করা না থাকলে অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে এবং তা থেকে লেনদেন করা যাবে না।