বাংলা নিউজ > ছবিঘর > PNB Special Fixed Deposit: পিএনবি-র এই বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমে মিলছে ৭.৮৫% হারে সুদ!

PNB Special Fixed Deposit: পিএনবি-র এই বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমে মিলছে ৭.৮৫% হারে সুদ!

দেশের অন্যতম বৃহত্তর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তার গ্রাহকদের জন্য ৬০০ দিনের একটি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে এসেছে। ২ কোটি টাকার কম আমানতের ক্ষেত্রে এই বিশেষ হার প্রযোজ্য হবে। ষাঠোর্ধ্ব এবং অশীতিপর প্রবীণ নাগরিকরা সাধারণ আমানতকারীদের থেকে বেশি হারে সুদ দেওয়া হবে।

অন্য গ্যালারিগুলি