দেশের অন্যতম বৃহত্তর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তার গ্রাহকদের জন্য ৬০০ দিনের একটি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে এসেছে। ২ কোটি টাকার কম আমানতের ক্ষেত্রে এই বিশেষ হার প্রযোজ্য হবে। ষাঠোর্ধ্ব এবং অশীতিপর প্রবীণ নাগরিকরা সাধারণ আমানতকারীদের থেকে বেশি হারে সুদ দেওয়া হবে।
1/5পিএনবির এই ৬০০ দিন মেয়াদের বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমে ‘কলএবল’ এবং ‘ননকলএবল’ বিকল্প রয়েছে। ‘কলএবল’ বিকল্পে সাধারণ আমানতকারীদের সর্বোচ্চ ৭.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে পিএনবি। ষাঠোর্ধ্ব আমানতকারীরা এই বিশেষ স্কিমে সর্বোচ্চ ৭.৫ শতাংশ হারে এবং অশীতিপর আমানতকারীরা সর্বোচ্চ ৭.৮ শতাংশ হারে সুদ পাবেন।
2/5‘ননকলএবল’ বিকল্পে সাধারণ আমানতকারীদের সর্বোচ্চ ৭.০৫ শতাংশ হারে সুদ দিচ্ছে পিএনবি। ষাঠোর্ধ্ব আমানতকারীরা এই বিশেষ স্কিমে সর্বোচ্চ ৭.৫৫ শতাংশ হারে এবং অশীতিপর আমানতকারীরা সর্বোচ্চ ৭.৮৫ শতাংশ হারে সুদ পাবেন। উল্লেখ্য, এর আগে গত ২৬ অক্টোবর পিএনবির তরফে সর্বোচ্চ ৭৫ বেসিস পয়েন্ট বা ০.৭৫ শতাংশ হারে সুদ বাড়ানো হয়েছিল ফিক্সড ডিপোজিটে।
3/5বর্তমানে ৭ দিন থেকে ১৪ দিন, ১৫ থেকে ২৯ দিন এবং ৩০ থেকে ৪৫ দিন মেয়াদের স্থায়ী আমানতে সাধারণ জনগণ ৩.৫০ শতাংশ হারে সুদ পাচ্ছেন ফিক্সড ডিপোজিটে; প্রবীণ নাগরিকদের জন্য সেই হার ৪ শতাংশ। ৪৬ থেকে ৯০ দিন এবং ৯১ থেকে ১৭৯ দিন মেয়াদের স্থায়ী আমানতে সাধারণ জনগণ ৪.৫০ শতাংশ হারে সুদ পাচ্ছেন ফিক্সড ডিপোজিটে; প্রবীণ নাগরিকদের জন্য সেই হার ৫ শতাংশ। ১৮০ দিন থেকে ২৭০ দিন এবং ২৭১ দিন থেকে ১ বছর মেয়াদের স্থায়ী আমানতে সাধারণ জনগণ ৫.৫০ শতাংশ হারে সুদ পাচ্ছেন ফিক্সড ডিপোজিটে; প্রবীণ নাগরিকদের জন্য সেই হার ৬ শতাংশ।
4/5১ বছর মেয়াদের স্থায়ী আমানতে সাধারণ জনগণ ৬.৩ শতাংশ হারে সুদ পাচ্ছেন ফিক্সড ডিপোজিটে; প্রবীণ নাগরিকদের জন্য সেই হার ৬.৮ শতাংশ। ১ বছর থেকে ৫৯৯ দিন মেয়াদের স্থায়ী আমানতে সাধারণ জনগণ ৬.৩ শতাংশ হারে সুদ পাচ্ছেন ফিক্সড ডিপোজিটে; প্রবীণ নাগরিকদের জন্য সেই হার ৬.৮ শতাংশ। ৬০১ দিন থেকে ২ বছর মেয়াদের স্থায়ী আমানতে সাধারণ জনগণ ৬.৩ শতাংশ হারে সুদ পাচ্ছেন ফিক্সড ডিপোজিটে; প্রবীণ নাগরিকদের জন্য সেই হার ৬.৮ শতাংশ।
5/5২ থেকে ৩ বছর মেয়াদের স্থায়ী আমানতে সাধারণ জনগণ ৬.২৫ শতাংশ হারে সুদ পাচ্ছেন ফিক্সড ডিপোজিটে; প্রবীণ নাগরিকদের জন্য সেই হার ৬.৭৫ শতাংশ। ৩ থেকে ৫ বছর এবং ৫ থেকে ১০ বছর মেয়াদের স্থায়ী আমানতে সাধারণ জনগণ ৬.১ শতাংশ হারে সুদ পাচ্ছেন ফিক্সড ডিপোজিটে; প্রবীণ নাগরিকদের জন্য সেই হার ৬.৬ শতাংশ।