পিএনবি, এসবিআই, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এবং কানারা ব্যাঙ্ক সহ শীর্ষ ব্যাঙ্কগুলি তাদের সুদের হার বাড়িয়েছে। ফলে, আগামিদিনে স্থায়ী আমানতে বিনিয়োগ করার আগে, ব্যাঙ্কগুলির সুদের হার পরীক্ষা করে নিন।
1/6কোন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট সুদের হার সবচেয়ে বেশি? অনেকের মনেই এই প্রশ্ন ঘোরে। আর সেটাই স্বাভাবিক। এখনও অনেকেই বিনিয়োগ বলতে ফিক্সড ডিপোজিটই বোঝেন। নিরাপদ রিটার্নের পাশাপাশি, ৫ বছরের জন্য বিনিয়োগ করলে 80C-এর অধীনে কর ছাড়ও মেলে। প্রতীকী ছবি: রয়টার্স (HT Bangla)
2/6পিএনবি, এসবিআই, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এবং কানারা ব্যাঙ্ক সহ শীর্ষ ব্যাঙ্কগুলি তাদের সুদের হার বাড়িয়েছে। ফলে, আগামিদিনে স্থায়ী আমানতে বিনিয়োগ করার আগে, ব্যাঙ্কগুলির সুদের হার পরীক্ষা করে নিন। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla)
3/6পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক: PNB-তে ১ থেকে ৩ বছরের ২ কোটি টাকার কম স্থায়ী আমানতের উপর ১০ থেকে ২০ bps সুদের হার বাড়ানো হয়েছে। সংশোধিত সুদের হার ৪ই জুলাই ২০২২ থেকে কার্যকর হবে। প্রবীণ নাগরিকরা সমস্ত ক্ষেত্রেই সাধারণ হারের তুলনায় ০.৫০% অতিরিক্ত সুদ পাবেন। ছবি: পিএনবি (HT Bangla)
4/6ভারতীয় স্টেট ব্যাঙ্ক: গত মাসের ১৪ জুন ২০২২-এ, দেশের বৃহত্তম ঋণদাতা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ২ কোটি টাকার কম স্থায়ী আমানতের উপর সুদের হার বাড়িয়েছে। এক নজরে দেখে নিন নতুন সুদের হার। ছবি: এসবিআই (HT Bangla)
5/6কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক: বেসরকারি খাতের অন্যতম বড় ঋণদাতা কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। গত ১লা জুলাই, ২০২২ -এ কিছু মেয়াদে সুদের হার ১০ bps বাড়ানো হয়েছে। ৩ বছর বা তার বেশি, কিন্তু ১০ বছরের কম মেয়াদের আমানতের ক্ষেত্রে, ব্যাঙ্ক এখন সর্বোচ্চ ৫.৯০% সুদের হার দিচ্ছে। নাগরিকদের ক্ষেত্রে সেটা ৬.৪০%। ছবি: কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক (HT Bangla)
6/6আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক: IDFC ফার্স্ট ব্যাঙ্কে, ১ জুলাই, ২০২২ থেকে ১ থেকে ৫ বছর এবং ২ কোটি টাকার কমের মেয়াদী আমানতে সুদের হার বাড়ানো হয়েছে। ৩ বছর, একদিন বা ৫ বছরের কম সময়ের আমানতে সর্বোচ্চ ৬.৫০% এবং প্রবীণ নাগরিকদের সর্বোচ্চ ৭% সুদের হার দেওয়া হচ্ছে। ছবি: আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক (HT Bangla)