ক্রমশ বাড়ছে বিক্ষোভের মাত্রা। আজ সকাল থেকেই উত্তপ... more
ক্রমশ বাড়ছে বিক্ষোভের মাত্রা। আজ সকাল থেকেই উত্তপ্ত ছিল পরিস্থিতি। বিকেলে রণক্ষেত্রের চেহারা নেয় পুরোনো দিল্লি। ভাঙচুর চালানো হয় গাড়িতে। পুলিশকে লক্ষ্য করে উড়ে আসে পাথর। পালটা লাঠিচার্জ করে পুলিশ। জলকামান ব্যবহার করা হয়। পুলিশের একটি গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই উত্তাল পরিস্থিতি দেখুন ছবিতে -
1/11সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় আজ সকাল থেকেই উত্তপ্ত ছিল দিল্লি। (ছবি সৌজন্য রয়টার্স)
2/11জামা মসজিদে বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেওয়ায় গ্রেফতার করা হয় ভীম সেনার প্রধান চন্দ্রশেখর আজাদকে। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই)
3/11জামা মসজিদ থেকে যন্তর মন্তর যাওয়ার দিকে মিছিল করে যেতে থাকেন বিক্ষোভকারীরা। (ছবি সৌজন্য পিটিআই)।
4/11দিল্লি গেটের কাছে মিছিল আটকায় পুলিশ। পরে পুলিশের দিকে ইট, পাথর ছোড়া হয়। পালটা লাঠিচার্জ করা হয়। ব্যবহার করা হয় জলকামান। (ছবি সৌজন্য রয়টার্স)
5/11পালটা লাঠিচার্জ করে পুলিশ। (ছবি সৌজন্য পিটিআই)
6/11ব্যবহার করা হয় জলকামান। (ছবি সৌজন্য এএফপি)
7/11তারপর আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থতি। দরিয়াগঞ্জ থানার বাইরে পুলিশের একটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। (ছবি সৌজন্য রয়টার্স)
8/11কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। (ছবি সৌজন্য রয়টার্স)
9/11এলাকায় টহল পুলিশের। (ছবি সৌজন্য পিটিআই)
10/11চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে জুতো। (ছবি সৌজন্য পিটিআই)