Updated: 21 Jul 2022, 05:26 PM IST
লেখক Priyanka Bose
ঘন জঙ্গলের মাঝে অ্যানিমেল প্রিন্টেড বিকিনি পরে উষ্ণতামাখা পোজে ফটোশ্যুট পুনমের। নেটমাধ্যমে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সেই ছবি।
1/7বিতর্কিত পোশাকের কারণে চর্চায় থাকেন পুনম পাণ্ডে। সম্প্রতি নেটমাধ্যমে জঙ্গল এবং সমুদ্রের ধারে দাঁড়িয়ে বেশ কয়েকটি ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন বছর ৩১-এর এই মডেল। (ছবি ইনস্টাগ্রাম)
2/7ঘন জঙ্গলের মাঝে অ্যানিমেল প্রিন্টেড বিকিনি পরে উষ্ণতামাখা পোজে ফটোশ্যুট পুনমের। নেটমাধ্যমে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সেই ছবি।
3/7বিকিনির উপর শ্রাগ পরে পুনমের এই ফটোশ্যুট নিয়ে তুমুল চর্চা চলছে। পুনমকে দেখে চোখ কপালে উঠেছে নেট নাগরিকদের! বিকিনিতে ফ্ল্যাট-টোনড ফিগার শো-অফ করছেন তিনি।
4/7শুধু জঙ্গন নয়, পুনমের নেটমাধ্যমের পাতায় চোখ রাখলে দেখা যায়, সমুদ্রের ধারে দাঁড়িয়ে বিকিনিতে বোল্ড ফটোশ্যুট করেছেন তিনি। যদিও পুনম বরাবরই এরকম। শরীর দেখানো নিয়ে বিতর্কের মুখে পড়তে হয়েছ তাঁকে। গোয়ায় নগ্ন হয়ে স্নান করার জন্য চার্জশিটও দাখিল হয়েছে তাঁর নামে।
5/7জঙ্গলে নদীর মাঝখানে দাঁড়িয়ে অথবা সমুদ্র সৈকতের ধারে পুনম পাণ্ডেকে একাধিক সিজলিং পোজ দিতে দেখা যায়। 'লক আপ'-এর মঞ্চে সবচেয়ে চর্চিত প্রতিযোগী ছিলেন তিনি।
6/7অভিনেত্রী পুনম পাণ্ডে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তাঁর সাহসী স্টাইলের জন্য শিরোনামে থাকেন।