বর্তমান সময়ে স্বাস্থ্য বিমার গুরুত্ব বহুগুণ বেড়ে গিয়েছে। বয়সের সাথে সাথে স্বাস্থ্য বিমা পলিসির প্রিমিয়াম বাড়তে থাকে। আপনি যদি ব্যয়বহুল বিমা নেন তবে তাদের কিস্তি ব্যয়বহুল। এই কারণেই বেশির ভাগ মানুষ বিমা নেওয়ার ক্ষেত্রে পিছ পা হন। এই আবহে নয়া স্কিম চালু করেছে ইন্ডিয়া পোস্ট।
1/4প্রিমিয়ামের খরচের কারণে অনেকেই স্বাস্থ্য বিমা করান না। এই বিষয়টি মাথায় রেখে ইন্ডিয়া পোস্ট একটি গোষ্ঠী বিমা কভার স্কিম চালু করেছে। এর সাথে আপনি ২৯৯ থেকে ৩৯৯ টাকার প্রিমিয়ামে ১০ লক্ষ টাকার বিমা কভার পাবেন। (MINT_PRINT)
2/4ইন্ডিয়া পোস্ট এবং টাটা এআইজি একটি চুক্তি করেছে। এর অধীনে ১৮ বছর থেকে ৬৫ বছর বয়সি লোকেরা দুর্ঘটনার ক্ষেত্রে বিমা পেতে পারে। বিমা কভারের অধীনে, দুর্ঘটনাজনিত মৃত্যু, স্থায়ী বা আংশিক সম্পূর্ণ অক্ষমতা, পক্ষাঘাতগ্রস্ত হলে ১০ লাখ টাকার কভার পাবেন। এই বিমা ১ বছর পর পুনর্নবীকরণ করতে হয়। এর জন্য, ব্যক্তির ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট থাকা উচিত। (MINT_PRINT)
3/4এই বিমা স্কিমে ব্যক্তিকে চিকিৎসার জন্য ৬০ হাজার টাকা এবং IPD এবং OPD-তে ভরতি হলে ৩০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়। যদি কোনও দুর্ঘটনার কারণে ব্যক্তি হাসপাতালে ভর্তি হন তবেই এটা প্রযোজ্য। (MINT_PRINT)
4/4এছাড়া ২ শিশুর পড়ালেখার জন্য ১ লাখ টাকা, হাসপাতালে ১০ দিনের জন্য প্রতিদিন ১০০০ টাকা দেওয়া হবে। মৃত্যু হলে শেষকৃত্যের জন্য ৫ হাজার টাকা দেওয়া হবে এই স্কিমে। (MINT_PRINT)