Post Office PPF Account: মাত্র ৪১৭ টাকা করে বিনিয়োগেই হয়ে যান কোটিপতি! জানুন পোস্ট অফিসের এই স্কিমের বিশদ
Updated: 14 Nov 2022, 09:17 AM ISTমধ্যবিত্ত ভারতীয়রা কম বিনিয়োগে উচ্চ হারে রিটার্ন পেতে আগ্রহী। তবে শেয়ার বাজারে ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে অনেকেরই অনিহা রয়েছে। এই আবহে বহু আমানতকারী পোস্ট অফিসের ওপর বিশ্বাস রাখেন। এই আবহে স্বল্প আমানতে কোটিপতি হতে হলে পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের বিষয়ে জেনে নেওয়া উচিত।
পরবর্তী ফটো গ্যালারি