মোদী সরকারের চালু করা প্রধানমন্ত্রী ভাইয়া বন্দনা ... more
মোদী সরকারের চালু করা প্রধানমন্ত্রী ভাইয়া বন্দনা যোজনার অধীনে মাসিক পেনশন পেতে পারেন বিবাহিত দম্পতিরা। ২০২০ সালের ২৬ মে কেন্দ্রীয় সরকার এই স্কিমটি শুরু করেছিল। এই স্কিমের সুবিধা নিতে দম্পতিরা ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। স্বামী-স্ত্রী দু’জনে এই স্কিমে বিনিয়োগ করে ৬০ বছর বয়সের পর এর সুবিধা নিতে পারবেন।
1/5প্রধানমন্ত্রী ভাইয়া বন্দনা যোজনা একটি সামাজিক নিরাপত্তা। এর অধীনে সুবিধাভোগী মাসিক পেনশন পাবেন। এই স্কিমটি পরিচালনার দায়িত্বে রয়েছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। (ছবিটি প্রতীকী)
2/5৬০ বছর বা তার বেশি বয়সের লোকেরা এই পেনশন প্ল্যানটি বেছে নিতে পারে। যদি স্বামী এবং স্ত্রী উভয়ের বয়স ৬০ বছর অতিক্রম করে থাকে, তাহলে তারা এই প্রকল্পে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন। আগে বিনিয়োগের সীমা ছিল ৭.৫ লাখ টাকা। পরে তা দ্বিগুণ করা হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
3/5যদি স্বামী এবং স্ত্রী উভয়েই এই স্কিমের সুবিধা নিতে চান, তাহলে উভয়কেই সমান পরিমাণ বিনিয়োগ করতে হবে৷ এই স্কিমে ৭.৪ শতাংশ বার্ষিক সুদও পাওয়া যাবে। এভাবে আপনি মাসিক পেনশন হিসেবে পাবেন ১০ হাজার টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/5এমনিতেএই স্কিমে এমন একটি পরিকল্পনাও রয়েছে যে শুধুমাত্র একজন ব্যক্তি এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। আপনি যদি ৮,১০,৮১২ টাকা বিনিয়োগ করেন তবে আপনি মাসে ৫০০০ টাকা পেনশন পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
5/5এই পরিকল্পনা ১০ বছরের জন্য। এই সময়কালে আপনার জমা করা টাকায় মাসিক পেনশন পেতে থাকবেন। আপনি যদি ১০ বছরের জন্য স্কিমে থাকেন, তাহলে ১০ বছর পরে আপনার বিনিয়োগ করা অর্থ ফেরত পাবেন। আপনি যেকোনও সময় এই স্কিমটি থেকে নিজের টাকা তুলে নিতে পারেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)