বড় পর্দায় যাত্রা শুরু অভিনেত্রী প্রত্যুষা পালের। বিপরীতে ছোট পর্দার জনপ্রিয় মুখ উদয় প্রতাপ সিং। ছবির নাম ‘লাভ ইউ জিন্দেগী’।
1/7প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী প্রত্যুষা পাল এবং উদয় প্রতাপ সিং। দু'জনেই টেলি পর্দার জনপ্রিয় মুখ। ছবির নাম ‘লাভ ইউ জিন্দেগী’। পরিচালনায় রিনো দত্ত। এই ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় কাজ প্রত্যুষার।
2/7এই ছবিতে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, প্রত্যুষা পাল, অমিত সাহা, দেবপ্রসাদ পাল, রাজু মজুমদার, উদয় প্রতাপ সিং সহ অন্যান্যরা।
3/7এই ছবিতে বছর ২৩-এর এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন প্রত্যুষা। তাঁর চরিত্রের নাম রাই। একটি পত্রিকাতে ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করে সে। কাজের প্রতি সৎ,পরিশ্রমী মেয়েটি কঠোর পরিশ্রম সত্ত্বেও কখনই প্রাপ্য স্বীকৃতি পাচ্ছেন না তিনি।
4/7এরই মধ্যে এক অঘটনের জেরে চাকরি ছাড়ার জন্য প্রস্তুত হয় রাই। কোম্পানির মালিক রাহুলকে (উদয় প্রতাপ সিং) ভালোবাসে রাই। কর্মক্ষেত্রে আর ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের ফাপড়ে পড়ে সে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁকে ক্রাইম বিভাগ থেকে স্থানান্তর করে অন্য বিভাগে।
5/7ক্রাইম রিপোর্টিং ছেড়ে রাই কি পারবে তাঁর স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে? রাহুল কীভাবে জানতে পারবে রাইয়ের মনের কথা? এই নিয়ে এগোবে ছবির গল্প।
6/7জে বি ফিল্মস এন্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড এবং ইকাইনক্স ফিল্ম সিটি প্রযোজিত ছবি 'লাভ ইউ জিন্দেগী'। প্রযোজক বজরং জয়াওয়াল এবং ঝুমা পাল জানিয়েছেন এটাই তাঁদের ব্যানারে প্রথম সিনেমা।
7/7বড় পর্দায় যাত্রা শুরু অভিনেত্রী প্রত্যুষা পালের। বিপরীতে ছোট পর্দার জনপ্রিয় মুখ উদয় প্রতাপ সিং। ছবির নাম ‘লাভ ইউ জিন্দেগী’।