1/10প্রথমবার বাবা-মা হওয়ার পর হোলি উদযাপন করলেন তারকা দম্পতি প্রীতি জিন্টা এবং জেনে গুডএনাফ। বছরের শুরুতেই সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা-মা হন তাঁরা। তাঁদের ছেলে-মেয়ের নাম রেখেছেন জয় এবং গিয়া। (ছবি ইনস্টাগ্রাম)
2/10হোলি উদযাপনের একাদিক ছবি নেটমাধ্যমে শেয়ার করেছেন প্রীতি এবং জেনে।
3/10এ দিন হোলি উদযাপনের একাধিক ছবি নেটমাধ্যমে শেয়ার করে সকলকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। করোনার পরে এবং সন্তান জন্মের পর প্রথম দেশী স্টাইলে উদযাপন করেছেন বলে জানিয়েছেন।
4/10পরিবার এবং বন্ধুদের সঙ্গে এদিন হোলি খেলেছেন প্রীতি এবং জেনে।
5/10হোলির খেলায় সকলের সঙ্গে মেতে প্রীতি এবং জেনে।
6/10আবির মেখে ভূত প্রীতি-জেনে।
7/10এ দিন তাঁদের সকলের হোলির ড্রেস কোড সাদা রঙ। সকলকে সাদা রঙের পোশাক পরে দেখা গিয়েছে।
8/10বিদেশের মাটিতে হোলি উৎসবে মেতে অভিনেত্রী। বাড়ির বাইরে আবির খেলা, বড় বড় সাউন্ড সিস্টেমে গান চালিয়ে নাচ করতে দেখা গিয়েছে।