Edible Oil Prices: পাইকারি বাজারে কমছে ভোজ্য তেলের দাম! খুচরো বাজারেও কি সস্তা হবে?
Updated: 30 Sep 2022, 03:30 PM ISTEdible Oil Prices: গত বছরের তুলনায় সয়াবিনের দাম প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। ভোজ্য তেলের ব্যাপক দরপতন সত্ত্বেও প্যাকেটজাত তেলের এমআরপি বেশিই রয়ে গিয়েছে। এতে কৃষকদেরও ক্ষতি হচ্ছে বলে মত পর্যবেক্ষকদের। আমদানিকারক ও সর্ষের তেল মিলাররাও প্রবল মন্দার সম্মুখীন হচ্ছেন।
পরবর্তী ফটো গ্যালারি