১৮ জুলাই ৪০-এ পা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া। মা হওয়ার পর এটাই ছিল প্রথম জন্মদিন। নিক ও তাঁর পরিবার, বন্ধুদের সঙ্গে চুটিয়ে মজা করেছেন নায়িকা।
1/5মেক্সিকোর কাবো-তে জন্মদিন পালন করেন প্রিয়াঙ্কা চোপড়া। শুক্রবার ‘সবচেয়ে স্মরণীয়’ জন্মদিনের নানা মুহূর্ত শেয়ার করে নিলেন পিগি চপস। সঙ্গে জানালেন এই জন্মদিনের পরিকল্পনার সব দায়িত্ব ছিল তাঁর বর-গায়ক নিক জোনাসের।
2/5প্রিয়াঙ্কার বার্থ ডে পার্টিতে দেখা মিলল কাকাতো বোন পরিণীতি চোপড়া, মা মধু চোপড়া, মেয়ে মালতী মেরি চোপড়া জোনাস, বন্ধু নাতাশা পুনাওয়ালা ও নিক জোনাসের মা ডেনিস জোনাস। ছবিতে দেখুন কীভাবে পুল পার্টিতে মজেছে প্রিয়াঙ্কা অ্যান্ড স্কোয়াড। দিদির ঘাড়ে উঠে ছবিটা তুলেছেন পরিণীতি।
3/5প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে এই ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘একটা মেয়ে আর তাঁর বার্থ ডে স্কোয়াড। নিজেকে সৌভাগ্যবতী মনে করি এত ভালোবাসার মানুষরা আমাকে ঘিরে রেখেছে। সঙ্গে কাজের মানুষদের সঙ্গে এভাবে সময় কাটানোর সুযোগ পেয়েছি বলে খুব খুশি। সবচেয়ে স্মরণীয় এই জন্মদিনটার পরিকল্পনা ও বাস্তব রূপায়নের দায়িত্ব নিয়েছিলেন নিক। এত সুন্দর একটা জন্মদিন উপহার দেওয়ার জন্য তোমায় যত ধন্যবাদ দেব ততই কম হবে। তুমি সত্যি জানো কি করে ভালোবাসতে হয়। বেবি আমি খুব লাকি।’
5/5তবে নিজের জন্মদিনের পাশাপাশি মেয়ের ৬ মাসও পালন করলনে নতুন মা-বাবা। কেক কাটল মালতী মেরি। দেখা গেল খুদে গোলাপি রঙের স্কার্টের সঙ্গে গ্রে রভের একটা টপ পরে আছে। যাতে লেখা রয়েছে ‘6 Months’। মাথায় সাদা রঙের হেয়ার ব্যান্ড। আর নিকের হাতে ধরা কেকে লেখা ‘Happy 6 Months B-Day MM’।