বাংলা নিউজ >
ছবিঘর >
বুক চেরা থেকে স্লিট-কাট থাই, লাল গালিচায় বরাবরই দ্যুতি ছড়িয়েছেন প্রিয়াঙ্কা
বুক চেরা থেকে স্লিট-কাট থাই, লাল গালিচায় বরাবরই দ্যুতি ছড়িয়েছেন প্রিয়াঙ্কা
Updated: 12 Apr 2021, 06:00 PM IST
লেখক Priyanka Bose
ইন্টারন্যাশনাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া। রেড কার্পেটে যে তিনি বরাবরই অন্যতম সেরা ফ্যাশনিস্তা হিসেবে পরিচিত তা বলা বাহুল্য। দেখুন রেড কার্পেটে প্রিয়াঙ্কার চোখ ধাঁধানো ছবি-
1/10লাল গালিচায় প্রতিবারই নজর কাড়া লুকে ধরা দেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়। তাঁর প্রত্যেকটা লুকই নজরকাড়ে ফ্যাশনিস্তাদের। (ছবি ইনস্টাগ্রাম)
2/10৮৯ অ্যাকাডেমিক অ্যাওয়ার্ডস: রালফ এবং রুশোর ডিজাইন করা এই পোশাকে ধরা দেন অভিনেত্রী। জিওমেট্রিক প্যাটার্ন এই পোশাকের দুপাশ চেরা।
3/10৭৪-তম বাফটার আসরে বুক চেরা কালো জ্যাকেটে লাগানো রঙ বাহারি প্রজাপতি, সঙ্গে কালো রঙের প্যান্ট। আন্তর্জাতিক লেবেল লাক্সারিল এবং বুলগারি-র পোশাক ও অ্যাকসেসারিজে এইভাবেই সেজে উঠেছিলেন প্রিয়াঙ্কা।
4/10বাফটার রেড কার্পেটে স্পেনের জনপ্রিয় ফ্যাশন লেবেল Pertegaz-এর ফল/ উইন্টার রানওয়ে কালেকশনের পোশাকে সেজেছিলেন প্রিয়াঙ্কা। সুতো দিয়ে ফুলের কাজ করা লাল জ্যাকেট আর হাই ওয়েস্ট সাদা ট্রাউসারে পাওয়া গেল প্রিয়াঙ্কাকে। বন্ধগলা জ্যাকেটের নীচের দিকটা সম্পূর্ণ চেরা।
5/10৬২তম গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চে রালফ অ্যান্ড রুশোর কোচার ফ্রিংড গাউনে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। নাভি পর্যন্ত কাটা নেকলাইন, প্রায় উন্মুক্ত বক্ষযুগল-দেহের উর্দ্ধাংশের অধিকাংশটাই খোলা।
7/10২০১৭ সালের মেট গালায়, রালফ লওরেনের ট্রেঞ্চ কোর্ট গাউনে ধরা দিয়েছিলেন অভিনেত্রী।
8/10২০১৯ সালের মেট গালায়, ইভেন্টের থিম অনুযায়ী অভিনেত্রী ডিওর গাউনে ফেইরি টেলের এক চরিত্রে সেজেছিলেন।
9/10২০১৯ সালে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডে লেবানিজ ফ্য়াশন ডিজাইনার জুহের মুরাদের ডিজাইন করা এই গাউনে ধরা দেন। বুক চেরা, স্লিট কাট সাদা গাউনে নজর কেড়েছিলেন তিনি।
10/10৭৪তম গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডে লাল গালিচায় রালফ লওরেনের ডিজাইন করা পোশাকে দ্যুতি ছড়ান প্রিয়াঙ্কা। বুক চেরা এই পোশাকে ধরা দেন অভিনেত্রী।