বিদেশে থাকলেও নিজের সংস্কৃতিকে আঁকড়ে ধরে আছেন প্রিয়াঙ্কা। দীপাবলিতে সব নিময়-রীতি মেনে পুজো করলেন লস অ্যাঞ্জেলসের বাড়িতে।
1/6হলুদ তাঁত শাড়িতে ঘোমটা টেনে প্রিয়াঙ্কা, ব্যস্ত পুজোর জোগাড়ে-গ্লোবাল আইকন প্রিয়াঙ্কার এই অবতার আপনাকে চমকে দিতে পারে। দীপাবলিতে একদম একদম আদর্শ গৃহিণী তিনি।
2/6পিছিয়ে নেই স্বামী নিক জোনাসও। প্রিয়াঙ্কা তাঁর 'পরদেশি বাবু'কে যে পুরোদস্তুর দেশি বানিয়ে ফেলেছেন তা বেশ স্পষ্ট এই ছবি থেকে। বউয়ের সঙ্গে পুজোয় শামিল নিক। দীপাবলিতে লস অ্যাঞ্জেলসের বাড়ি নিয়ম-রীতি মেনে লক্ষ্মীপুজো করলেন পিগি চপস। আয়োজনে কোনও খামতি রাখেননি।
3/6বিয়ের পর পাকাপাকিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে সংসার পেতেছেন প্রিয়াঙ্কা। যদিও গত ১০ মাস ধরে মূলত লন্ডনেই ছিলেন অভিনেত্রী। আলোর উত্সবের আগে স্বামীর কাছে ফিরেছেন। বিদেশে থাকলেও দেশি-সংস্কার একদম ভুলে যাননি প্রিয়াঙ্কা। বরং স্বামীকেও শিখিয়ে পড়িয়ে নিচ্ছেন।
4/6রনে সাদা ধবধবে পাঞ্জাবি। তাতে রং-বাহারি সুতোর কাজ। নিক দেখে বোঝা দায় এই সংস্কৃতি-রীতির সঙ্গে তাঁর আদতে কোনও যোগ নেই। হিন্দু ধর্মের আচার-আচরণের প্রতি বরাবরই আগ্রহ রয়েছে নিকের। নিজের মুখেই জানিয়েছেন সে কথা।
5/6সকাল-সকাল পুজো সেরে, রাতে দীপাবলির পার্টিও করছেন জমিয়ে। সেখানে অবশ্য একদম গ্ল্যামারাস ডিভা প্রিয়াঙ্কা।
6/6পরনে অফ হোয়াইট লেহেঙ্গা চোলি। ব্লাউজের ডিপ নেকলাইন নজর কাড়বে, অন্যদিকে লাল পাঞ্জাবি আর কালো রঙা জহর কোটে সেজে নিক।