প্রায় ৬ মাস স্বামী নিক জোনাসকে ছাড়া লন্ডনে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। চলছে ছবির শুটিং।'সামার'-এর সময়টুকুও লন্ডনেই কাটালেন তিনি। কেমন কাটল নিককে ছাড়া তাঁর 'লন্ডন সামার'?
1/10'ফটো ডাম্প' নামের একগুচ্ছ সিরিজ নিজের ইনস্টাগ্রামে আপলোড করেছেন প্রিয়াঙ্কা। ছবিতে বৃষ্টিভেজা শহরের এক পার্কে হাঁটতে বেরিয়েছিলেন 'দেশি গার্ল'. খোলা চুল, হাতে ছাতা ধরে তারকার ক্যাজুয়াল অবতারে মজেছেন তাঁর অনুরাগীরা। (ছবি সৌজন্যে -ইনস্টাগ্রাম)
2/10বন্ধুদের সঙ্গে লন্ডন শহর হেঁটে ঘুরতে বেরিয়েছিলেন প্রিয়াঙ্কা। বৃষ্টিভেজা রাস্তায় হাঁটে হাঁটে হঠাৎই ছেলেমানুষি আনন্দে ক্যামেরার সামনে লাফিয়ে উঠলেন। একহাতে তখনও ধরা খোলা ছাতা। কে বলবে নায়িকার বয়স প্রায় চল্লিশ ছুঁই ছুঁই।
3/10শহর ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হয়ে পড়লে সফর সঙ্গীদের সঙ্গে গাছপালা ঘেরা ময়দানে বসে ছোট্টখাট্টো পিকনিকও সেরে ফেলাও ছিল তালিকায়। ফ্রেশ স্ট্রবেরি, গরম গরম পাই, কুকিজ এবং মার্শমেলো দিয়ে দিব্যি গুছিয়ে খাওয়াদাওয়া সরিয়ে ফেলতে দেখা গেল প্রিয়াঙ্কাকে।
4/10মাথার ওপরে ঝকঝকে নীল আকাশ। টুকরো টাকরা ভেসে যাচ্ছে সাদা মেঘের সারি। আর মনের সুখে কোনও লেকে মনের সুকে বোটিং করছেন 'বেওয়াচ'-এর নায়িকা। টুপি, সানগ্লাস, আর ঢিলেঢোলা ভেস্ট পরে ছবিতে স্পষ্ট তারকার ছুটির মেজাজ।
5/10চলছিল শুটিং। তা শেষ হতেই ঝটপট তাঁর প্রিয় দুই বন্ধুকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছিলেন 'দেশি গার্ল'. তবে তার আগে যে সেটে দাঁড়িয়ে ছবি তুলতে মোটেই ভোলেননি তিনি তা তো বোঝাই যাচ্ছে।
6/10পুরোপুরি যে ছুটির মেজাজে যে 'সামার'-এর সময়টুকু কাটিয়েছেন এই ছবি থেকেই তা ভীষণভাবে স্পষ্ট। নিজের ঘরে সম্পূর্ণ মেকআপহীন লুকে ক্যমেরার সামনে ধরা দিয়েছেন 'দেশি গার্ল'। মাথায় কোনওরকমে বাঁধা খোঁপা, চোখে চশমা পরে একগাল হাসিমুখে পোষ্য গিনোকে পরম মমতায় জড়িয়ে রয়েছেন তিনি।
7/10গরমে কি একটু ফল না হলে চলে? সে দেশে হোক কিংবা বিদেশে। আর পাঁচজনের মতো কাঁচামিঠে রোদের তাপ শরীরে লাগিয়ে তাড়িয়ে তাড়িয়ে তরমুজে কামড় বসাতে দেরি করেননি এই নায়িকাও।
8/10চলতি বছরের মার্চ মাসে লন্ডনে হাজির হয়েছিলেন নিক। স্রেফ স্ত্রীয়ের সঙ্গে সময় কাটাবেন বলে। শুটিংয়ের মাঝে কয়েকদিনের ছুটিতে পরস্পরের সঙ্গে 'কোয়ালিটি টাইম' কাটিয়েছেন এই জুটি। ভোরের লন্ডনের রাস্তাতেও ইতিউতি দেখা গেছিল তাঁদের।
9/10সেই সময়ে সকালে একসঙ্গে পার্কে হাঁটা থেকে শুরু করে একেবারে ক্যাজুয়াল অবতারেই বাইরে ঘুরে টুকটাক শপিং সবই করেছেন নিক-প্রিয়াঙ্কা। সেসময় সংবাদমাধ্যমকে নিকের সঙ্গে তাঁর সময় কাটানোটা যে কতটা স্পেশ্যাল তাও জানিয়েছিলেন 'দেশি গার্ল'। ছবিতে এই জুটির সঙ্গে দেখা যাচ্ছে 'পিগি চপস'-এর মা মধু চোপড়াকেও।( ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম)
10/10সবমিলিয়ে খারাপ না থাকলেও নিককে যে তিনি ভীষণ মিস করছেন সেকথা একাধিক সাক্ষাৎকারে এরমধ্যেই জানিয়েছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি, নিকের দুর্ঘটনা খবর শুনে আমেরিকা উড়ে তাঁর সঙ্গে দেখা করেও এসেছিলেন 'পিগি চপস'!