প্রিয়াঙ্কা চোপড়ার পুরনো ছবি দেখলে নিজের চোখকেই বিশ্বাস হবে না। দেখুন সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে বদল এসেছে নায়িকার চেহারায়।
1/5সোমবার ৪০ বছরে পা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। মিস ওয়ার্ল্ড জেতার পর সেই ২০০২ সালে অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন একটা তামিল ছবি দিয়ে। বলিউডে প্রথম কাজ ‘দ্য হিরো: লাভ স্টোরি অফ আ স্পাই’। এই দীর্ঘ কেরিয়ারে যেমন একদিকে একের পর এক সুপার হিট ছবি দর্শকদের উপহার দিয়ে মন জয় করে নিয়েছেন তিনি, তেমনই দিন দিন আরও সুন্দরী হয়ে সকলকে চমকে দিয়েছেন।
2/5মিস ওয়ার্ল্ডের মঞ্চে প্রিয়াঙ্কা চোপড়া। ২০০০ সালে এই সৌন্দর্য প্রতিযোগিতা জিতে নেন তিনি। লন্ডনের মিলেনিয়াম ডোমে সেবার আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের। যখন এই ট্রফি জেতেন অভিনেত্রী তখন বয়স মাত্র ১৮ বছর।
3/5‘মুঝসে শাদি করোগি’, ‘এতরাজ’, ‘ব্ল্যাকমেল’, ‘বরসত’-এর মতো একাধিক ছবিতে কাজ করেছেন প্রিয়াঙ্কা কেরিয়ারের শুরুতে। তবে সেই সময়ের প্রিয়াঙ্কার ছবির সঙ্গে এখনের ছবির আকাশ-পাতাল তফাত।
4/5প্রিয়াঙ্কার ভাইরাল ছবি লিখে সার্চ করলেই ইন্টারনেট আপনার সামনে হাজির করবে এই ছবিগুলি। যাকে ফ্যাশন ডিজাস্টার বললেও ভুল হবে না। যদিও এখন অভিনেত্রী বলিউডের সঙ্গে কাঁপিয়ে তুলেছেন হলিউডও।
5/5হলিউডে ‘বেওয়াচ’, ‘ইজনট ইট রোম্যান্টিক’, ‘কোয়ান্টিকো’, ‘আ কিড লাইক জেক’-এর মতো প্রোজেক্টে দেখা মিলেছে তাঁর। হলিউডের নামকরা অভিনেত্রী মিন্ডি কলিংয়ের সঙ্গে কাজ শুরু করবেন প্রিয়াঙ্কা। যেখানে দেশি চরিত্রে দেখা মিলবে তাঁর। দুই তুতো বোন হবে মিন্ডি আর প্রিয়াঙ্কা। ভারতীয় বিয়েও দেখানো হবে সেই ছবিতে।