তখন বয়স সবে ৬, পরবর্তীতে বিশ্ব সুন্দরীর মুকুট জিতেছেন এই একরত্তি মেয়ে। বলিউডের গ্লোবাল আইকন তিনি, চিনতে পারলেন এই তারকাকে?
1/6পরনে বেগুনি রঙের টপ আর লাল স্কার্ট, মাথায় একটা ঝুঁটি বেঁধে রয়েছে একরত্তি মেয়ে। ছোট্ট হাত দিয়ে দিদিমাকে খাইয়ে দিচ্ছে। এই মিষ্টি মেয়েটাকে দেখে চিনতে পারছেন? একটু খোলসা করা যাক।
2/6মা ও বন্ধুর সঙ্গে দিদিমার বিছানায় বসে থাকা এই একরত্তি মেয়ে কিন্তু ভারতের গ্লোবাল আইকন। ভারতকে বিশ্ব সুন্দরীর মুকুট এনে দিয়েছিল এই কন্যে। শুধু বলিউড নয় হলিউড কাঁপাচ্ছেন এই অভিনেত্রী। আর কোনও ক্লু দেওয়ার দরকার আছে কি? এতক্ষণে নিশ্চয় বুঝে গিয়েছেন কে এই মিষ্টি মেয়েটা।
3/6হ্যাঁ, একদম ঠিক ধরেছেন ছবির এই ছোট্ট মেয়েটা আর কেউ নয়, অভিনেত্রী, সমাজকর্মী প্রিয়াঙ্কা চোপড়া। ইনস্টাগ্রামের দেওয়ালে দিদিমার সঙ্গে এই ছবি শেয়ার করে নস্টালজিয়ায় গা ভাসিয়েছেন পিগি চপস। (ছবি সৌজন্যে-ইনস্টাগ্রাম)
4/6উপরের দ্বিতীয় ছবিতে প্রিয়াঙ্কা ও তাঁর দিদিমার সঙ্গে রয়েছেন নায়িকার মা মধু চোপড়া এবং অভিনেত্রীর ছোট্টবেলার বান্ধবী প্রিয়ম মাথুর। অভিনেত্রী লিখেছেন তাঁর ৬ বছর বয়েস ছবি এটি। দিদিমার কথা মনে করে আবেগঘন নতুন মা। তিনি লেখেন, ‘দিদিমা আমাকে বড় করে তুলেছে যখন আমার বাবা-মা তাঁদের পড়াশোনা এবং মেডিক্যাল কেরিয়ার নিয়ে ব্যস্ত ছিলেন। আমার বড় হয়ে উঠবার পিছনে বিরাট অবদান রয়েছে ওঁনার। আমি সত্যি খুব সৌভাগ্যবান যে আমার জীবনে এত মানুষদের ভালোবাসা জড়িয়ে রয়েছে’।
5/6মাস কয়েক আগেই সারোগেসির মাধ্যমে মা হয়েছেন প্রিয়াঙ্কা। তারপর থেকেই নিজের ব্যক্তিগত জীবনের নানান মুহূর্তের, ফেলে আসা দিনের ছবি শেয়ার করে চলেছেন নায়িকা। যদিও নিজের মেয়ের ঝলক এখনও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেননি প্রিয়াঙ্কা। (ছবি-ইনস্টাগ্রাম)
6/6আপতত নিজের সন্তানকে সামলাতে ব্যস্ত নায়িকা। তবে তাঁর হাতে রয়েছে একগুচ্ছ প্রোজেক্ট। ‘টেক্স অফ ইউ’ রয়েছে মুক্তির অপেক্ষায়। পাশাপাশি আমাজনের টিভি সিরিজ ‘সিটাডেল’-এর শ্যুটিংও শেষ করেছেন দেশি গার্ল।