‘করুণাময়ী রানি রাসমণি উত্তর পর্ব’ ধারাবাহিকে চলছে কোজাগরী লক্ষ্মীপুজো। পাশাপাশি বাস্তব জীবনে কালীপুজোর মিষ্টি শুভেচ্ছা জানিয়েও একগুচ্ছ ছবি পোস্ট প্রমিতার।
1/6কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতিবছর কালীপুজো হয়। শ্যামার আরাধনায় মেতে ওঠে গোটা দেশ। কোনও কোনও বাড়িতে এদিন অলক্ষ্মী পুজোও হয়ে থাকে। কিন্তু অভিনেত্রী প্রমিতা চক্রবর্তীর সামাজিক মাধ্যমের দেওয়ালে নজর দিলে অন্য চিত্র উঠে আসছে। (ছবি ইনস্টাগ্রাম)
2/6দেশজুড়ে মানুষ শ্যামা মায়েল আরাধণায় মাতলেও ‘করুণাময়ী রানি রাসমণি উত্তর পর্ব’ ধারাবাহিকে এখন চলছে কোজাগরী লক্ষ্মীপুজো। সেট সেভাবেই সেজে উঠেছে। কোজাগরী লক্ষ্মীর আরাধনায় সেটের বিটিএস কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন প্রমিতা।
3/6কালীপুজো তো চলছে। তবে ‘করুণাময়ী রানি রাসমণি উত্তর পর্ব’ ধারাবাহিকে রিল লাইফের এই ছবি শেয়ার হতেই মুগ্ধ করেছে দর্শককে।
4/6অন্যদিকে, স্বামী রুদ্রজিৎ-এর সঙ্গে ছবি পোস্ট করে সকলকে কালীপুজোর শুভেচ্ছা জানিয়েছেন প্রমিতা।
5/6কাজের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনকেও সমানতালে ধরে রেখেছেন অভিনেত্রী।