শনিবার অভিনেতা রুদ্রজিৎ মুখোপাধ্যায়ের জন্মদিন। বিয়ের পর স্বামীর জন্মদিনটা খাস করে তুললেন প্রমিতা।
1/6শহরের রুফ টফ রেঁস্তোরা সেজে উঠেছে লাল বেলুন আর ভালোবাসায়। সাজানো ডিনারের টেবিল, মোমবাতির আলোয় ঝলমল করলেন প্রমিতা-রুদ্রজিৎ।
2/6প্রেমদিবসের দিনই আংটি বদল সেরে জীবনের নতুন অধ্য়ায় শুরু করেছেন রুদ্রজিৎ-প্রমিতা। সঙ্গে আইনি বিয়ের পর্বটাও মিটিয়ে নিয়েছেন সেই দিন। আর এবার স্বামীর জন্মদিনটা স্পেশ্যাল করে তুললেন প্রমিতা।
3/6শুক্রবার রাতে তোপসিয়ার এক রেঁস্তোরাতে ক্যান্ডেল লাইট ডিনার সারলেন দুজনে। ছিল রুদ্রজিতের পছন্দের কেক ও মেন্যু।
4/6এদিন লাল শাড়িতে সেজেছিলেন প্রমিতা, রুদ্রজিতকে পাওয়া গেল কালো শার্ট আর ব্লু ডেনিমে। সেলিব্রেশনের ছবি পোস্ট করে নায়িকা লিখেছেন, ‘শুভ জন্মদিন হ্যাজব্যান্ডজি’।