ইমরান খানের গ্রেফতারির পর থেকেই উত্তেজনায় ফুটছে পাকিস্তান। সরাসরি সেনাবাহিনীর সঙ্গে সংঘাত বেঁধেছে পিটিআই সমর্থকদের। এরই মাঝে গতকাল সেনা কর্তাদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে পাকিস্তানে। সেনা সদর দফতরেও হামলা চালায় পিটিআই সমর্থকরা। আর আজ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাড়ি ঘেরাও করা হল।
1/5উল্লেখ্য, বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ হলেন 'নির্বাসিত' নওয়াজের ছোট ভাই। দুর্নীতির দায়ে জেলে থাকা নওয়াজ চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর থেকে সেখানেই থাকেন নওয়াজ। তবে পাকিস্তানের রাজনীতিতে এখনও তাঁর প্রভাব রয়েছে। তাঁরই দল এখন গদিতে রয়েছে। এই আবহে ইমরানের গ্রেফতারিতে জনরোষের মুখে পড়েছেন নওয়াজও। (REUTERS)
2/5গতকাল লন্ডনে নওয়াজ শরিফের বাড়ির সামনে কয়েক হাজার পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিক্ষোভ প্রদর্শন করেন। পাকিস্তানের ও পিটিআই-এর দলীয় পতাকা নিয়ে নওয়াজের বাসভবনের সামনের রাস্তায় ভিড় জমান কয়েক হাজার বিক্ষোভকারী। ইমরান খানের পক্ষে এবং নওয়াজ শরিফের বিপক্ষে স্লোগান ওঠে লন্ডনের রাস্তায়। (REUTERS)
3/5এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ লন্ডনেই ছিলেন নিজের দাদার সঙ্গে। ইমরান খান গ্রেফতারির সময় তিনি ছিলেন না দেশে। আজকে খুব সম্ভবত তিনি দেশে ফিরবেন। রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে অংশ নিতে বিলেতে গিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী। আর তিনি যখন লন্ডনে, তখনই ইসলামাবাদে আদালতের বাইরে থেকে রেঞ্জার্সরা ইমরান খানকে ঘিরে ফেলে গ্রেফতার করে। (REUTERS)
4/5এদিকে নওয়াজ শরিফের মেয়ে তথা পাকিস্তান মুসলিম লিগের নেত্রী মরিয়ান শরিফ দাবি করেন, রাজা চার্লসের রাজ্যাভিষেকের পর তাঁর বাবার পরামর্শেই লন্ডনে থেকে গিয়েছিলেন শেহবাজ শরিফ। তাঁর এই দাবি ঘিরে তৈরি হয়েছে জোর জল্পনা। উল্লেখ্য, এর আগে পাকিস্তানি মুসলিম লিগের নেতারা দাবি করেছিলেন যে গত ফেব্রুয়ারিতেই দেশে ফিরে আসবেন নওয়াজ। তবে তিনি এখনও লন্ডনেই আছেন। (REUTERS)
5/5এর আগেও ইমরান খানের সমর্থকরা নওয়াজ শরিফের লন্ডনের বাসভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন একাধিকবার। তবে গতকাল ইমরানের গ্রেফতারির পর সেই বিক্ষোভের মাত্রা কয়েক গুণ বেশি ছিল। এদিকে শুধু নওয়াজ শরিফের বাড়ি নয়, লন্ডনে অবস্থিত পাকিস্তানি দূতাবাসের বাইরেও পিটিআই সমর্থকরা জড়ো হয়ে বিক্ষওভ দেখিয়েছিলেন গতকাল। (REUTERS)