কেন্দ্রীয় ভিস্তার অংশ হিসাবে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা এটি।
1/5নির্বাচনে জেতা তো ছেড়েই দিন। রাজনীতিও করতে হবে না। কিন্তু তাও লোকসভা চেম্বারে বসতে পারবেন আপনিও। না, হেঁয়ালি করছি না। আর মাত্র ৩-৪ বছরের মধ্যেই এটাই হবে বাস্তব। ছবি : এএনআই (PTI)
2/5কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী, সংসদ ভবনের একটি অংশকে জাদুঘরে পরিণত করা হবে। আর তখন সেখানে জনসাধারণের প্রবেশাধিকার থাকবে। ছবি : টুইটার (PTI)
3/5কেন্দ্রীয় ভিস্তার অংশ হিসাবে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা এটি। ছবি : টুইটার (PTI)
4/5চলতি বছরের শীতকালীন অধিবেশন থেকে নতুন সংসদ ভবন চালু হওয়ার কথা। তবে বর্তমান ভবনটি জাদুঘরে রূপান্তর করতে কিছুটা সময় লাগবে। (ফাইল ছবি, সৌজন্য অজয় আগরওয়াল/হিন্দুস্তান টাইমস) (PTI)
5/5এক কেন্দ্রীয় আধিকারিক জানালেন, 'সংসদীয় কার্যক্রম নতুন ভবনে স্থানান্তরিত হওয়ার পর, পুরানো ভবনটির ব্যাপক মেরামত ও সংস্কারের কাজ করা হবে।' ফাইল ছবি : পিটিআই (PTI)