আগামী ১৪ ফেব্রুয়ারি পঞ্জাবে বিধানসভা নির্বাচন হওয়ার কথা ছিল।
1/6পঞ্জাবের বিধানসভা ভোট পিছিয়ে দিল নির্বাচন কমিশন। ১৪ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ২০ ফেব্রুয়ারি পঞ্জাবে বিধানসভা নির্বাচন হতে চলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে কেশব সিং/হিন্দুস্তান টাইমস)
2/6নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ১৬ ফেব্রুয়ারি শ্রী গুরু রবিদাসের জন্মজয়ন্তীর জন্য পঞ্জাবের প্রচুর মানুষ বারাণসীতে যান। সপ্তাহখানেক আগে থেকেই বারাণসীতে যেতে শুরু করেন তাঁরা। ১৪ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন হলে প্রচুর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। সেই পরিস্থিতিতে বিধানসভা ভোট পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল রাজ্য সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে কেশব সিং/হিন্দুস্তান টাইমস)
3/6কমিশন: রাজ্য সরকার এবং পঞ্জাবের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে আলোচনার ভিত্তিতে বিধানসভা ভোট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে কেশব সিং/হিন্দুস্তান টাইমস)
4/6কবে ভোট হবে? কমিশন জানিয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারি (রবিবার) ভোট হবে। (ছবিটি প্রতীকী)
5/6ভোটের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ২৫ জানুয়ারি। মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ১ ফেব্রুয়ারি। পরদিন (২ ফেব্রুয়ারি) স্ক্রুটিনি করা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ৪ ফেব্রুয়ারি। (ছবিটি প্রতীকী)
6/6তবে ভোটের গণনার দিনের কোনও হেরফের হয়নি। আগামী ১০ মার্চ বাকি চার রাজ্যের সঙ্গে পঞ্জাবে গণনা হবে। (ছবিটি প্রতীকী)