পঞ্জাবে কংগ্রেস, শিরোমণি অকালি দলের হেভিওয়েটদের একে একে প্রত্যাখ্যান করলেন পঞ্জাবের জনগণ। অপ্রত্যাশিত ভাবে পঞ্জাবে হারের মুখোমুখি হতে চলেছেন সিধু, ক্যাপ্টেন, চান্নিরা। হারের মুখোমুখি বাদল পরিবারের দুই শীর্ষ নেতাও। একনজরে পঞ্জাবের অপ্রত্যাশিত ফলাফলগুলি:
1/5অমৃতসর পূর্ব আসনে আম আদমি পার্টির প্রার্থী জীবন জ্যোত কৌরের থেকে পিছিয়ে পড়েছেন কংগ্রেসের রাজ্য সভাপতি নভজ্যোত সিং সিধু। (এএনআই) (Raminder Pal Singh)
2/5এবার দুটি আসন থেকে নির্বাচনে লড়ছিলেন চরণজিত সিং চান্নি। ভদৌর আসন থেকে চান্নি আম আদমি পার্টির লাভ সিং উগোকির থেকে পিছিয়ে আছেন তিনি। চনকৌর সাহিব আসন থেকেও আম আদমি পার্টির প্রার্থীর থেকে পিছিয়ে চান্নি। (Raminder Pal Singh)
3/5পঞ্জাব লোক কংগ্রেস প্রধান ক্যাপ্টেন অমরিন্দর সিং পাতিয়ালা সদর আসন থেকে পিছিয়ে রয়েছেন আম আদমি পার্টির অজিত পাল সিং কোহলির থেকে। (এএনআই) (Raminder Pal Singh)
4/5শিরোমণি অকালি দল প্রধআন সুখবীর সিং বাদল পিছিয়ে রয়েছেন জালালাবাদ আসনে। তিনি আম আদমি পার্টির জগদীপ কম্বোজের থেকে পিছিয়ে রয়েছেন। (এএফপি) (Raminder Pal Singh)
5/5লাম্বি থেকে AAP-এর গুরমিত সিং খুদ্দিয়ানের থেকে পিছিয়ে রয়েছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিরোমণি অকালি দল নেতা প্রকাশ সিং বাদল। (Raminder Pal Singh)