বাংলা নিউজ > ছবিঘর > PNB Savings & FD Interest Rate: নতুন বছরে বড় উপহার এই সরকারি ব্যাঙ্কের, সেভিংস ও FD-তে বাড়ল সুদের হার

PNB Savings & FD Interest Rate: নতুন বছরে বড় উপহার এই সরকারি ব্যাঙ্কের, সেভিংস ও FD-তে বাড়ল সুদের হার

২ কোটি টাকার কম পরিমাণের ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করার ঘোষণা করল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকেই নয়া সুদের হার প্রযোজ্য বলে জানা গিয়েছে ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে। এদিকে সেভিংস অ্যাকাউন্টেও সুদের হার বৃদ্ধি করেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এই আবহে আমানতকারীরা লাভবান হবেন।

অন্য গ্যালারিগুলি