২ কোটি টাকার কম পরিমাণের ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করার ঘোষণা করল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকেই নয়া সুদের হার প্রযোজ্য বলে জানা গিয়েছে ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে। এদিকে সেভিংস অ্যাকাউন্টেও সুদের হার বৃদ্ধি করেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এই আবহে আমানতকারীরা লাভবান হবেন।
1/5পিএনবির ওয়েবসাইট অনুযায়ী, নতুন বছরে সেভিংস অ্যাকাউন্টে ২৫ বেসিস পয়েন্ট বা ০.২৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে সুদের হার। এদিকে স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের বার বৃদ্ধি পেয়েছে সর্বোচ্চ ৫০ বেসিস পয়েন্ট বা ০.৫০ শতাংশ পর্যন্ত। ব্যাঙ্ক বর্তমানে ১০ লাখ টাকা পর্যন্ত ব্যালেন্সের ওপর সেভিংস অ্যাকাউন্টে ২.৭ শতাংশ হারে সুদ দিচ্ছে। এদিকে ১০ লাখ থেকে ১০০ কোটি টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টে পিএনবি ২.৭৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। এদিকে ১০০ কোটি টাকার বেশি পরিমাণের আমানতের ওপর সেভিংস অ্যাকাউন্টে ৩ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
2/5বর্তমানে ৭ দিন থেকে ১৪ দিন, ১৫ থেকে ২৯ দিন এবং ৩০ থেকে ৪৫ দিন মেয়াদের স্থায়ী আমানতে সাধারণ জনগণ ৩.৫০ শতাংশ হারে সুদ পাচ্ছেন ফিক্সড ডিপোজিটে; প্রবীণ নাগরিকদের জন্য সেই হার ৪ শতাংশ। ৪৬ থেকে ৯০ দিন এবং ৯১ থেকে ১৭৯ দিন মেয়াদের স্থায়ী আমানতে সাধারণ জনগণ ৪.৫০ শতাংশ হারে সুদ পাচ্ছেন ফিক্সড ডিপোজিটে; প্রবীণ নাগরিকদের জন্য সেই হার ৫ শতাংশ।
3/5১৮০ দিন থেকে ২৭০ দিন এবং ২৭১ দিন থেকে ১ বছর মেয়াদের স্থায়ী আমানতে সাধারণ জনগণ ৫.৫০ শতাংশ হারে সুদ পাচ্ছেন ফিক্সড ডিপোজিটে; প্রবীণ নাগরিকদের জন্য সেই হার ৬ শতাংশ। ১ বছর মেয়াদের স্থায়ী আমানতে সাধারণ জনগণ ৬.৭৫ শতাংশ হারে সুদ পাচ্ছেন ফিক্সড ডিপোজিটে; প্রবীণ নাগরিকদের জন্য সেই হার ৭.২৫ শতাংশ।
4/5১ বছর থেকে ৬৬৫ দিন মেয়াদের স্থায়ী আমানতে সাধারণ জনগণ ৬.৭৫ শতাংশ হারে সুদ পাচ্ছেন ফিক্সড ডিপোজিটে; প্রবীণ নাগরিকদের জন্য সেই হার ৭.২৫ শতাংশ। ৬৬৬ দিনের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৭.২৫ শতাংশ। প্রবীণ নাগরকিদের জন্য তা ৭.৭৫ শতাংশ। ৬৬৭ দিনের থেকে ২ বছর মেয়াদের স্থায়ী আমানতে সাধারণ জনগণ ৬.৭৫ শতাংশ হারে সুদ পাচ্ছেন ফিক্সড ডিপোজিটে; প্রবীণ নাগরিকদের জন্য সেই হার ৭.২৫ শতাংশ।
5/5২ থেকে ৩ বছর মেয়াদের স্থায়ী আমানতে সাধারণ জনগণ ৬.৭৫ শতাংশ হারে সুদ পাচ্ছেন ফিক্সড ডিপোজিটে; প্রবীণ নাগরিকদের জন্য সেই হার ৭.২৫ শতাংশ। ৩ থেকে ৫ বছর এবং ৫ থেকে ১০ বছর মেয়াদের স্থায়ী আমানতে সাধারণ জনগণ ৬.৫ শতাংশ হারে সুদ পাচ্ছেন ফিক্সড ডিপোজিটে; প্রবীণ নাগরিকদের জন্য সেই হার ৭.৩ শতাংশ।