ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরকে হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছিল। এবার জেলার কয়েকটি জায়গাকে সংক্রামক বা অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করল রাজ্য সরকার। দেখে নিন সেই জায়গাগুলি -
1/8এগরা পুরসভার এক নম্বর ওয়ার্ডের পটলাইকা পাড়া ও মাইতি পাড়া। পাশাপাশি ১, ২, ৩, ৪ (আংশিক), ৬ (আংশিক), ৭, ৮ (আংশিক), ১০, ১১, ১২, ১৩ ও ১৪ ওয়ার্ড। এগরা ২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত ও এগরা এ নম্বর ব্লকের ছত্রী গ্রাম পঞ্চায়েত। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
2/8হলদিয়া পুরসভার দেভোগ ও দুর্গাচক এলাকার ৩ (আংশিক), ৪, ৫ (আংশিক), ৭ (আংশিক), ৮, ৯, ১০, ১১ (আংশিক), ১২, ১৩, ১৪, ১৫ (আংশিক), ১৯ (আংশিক), ২০ (আংশিক), ২১ (আংশিক) নম্বর ওয়ার্ড। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
3/8হলদিয়ার রাজনগর গ্রামের বাড় উত্তর হিংলি, চকদীপা, দেউলপোতা এলাকাগুলির কিছু অংশ। হলদিয়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের একাংশ। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
4/8সুতাহাটার পাথর বেড়িয়ার জয়নগর এবং হরেখালি গ্রাম পঞ্চায়েতের (সুতাহাটা ব্লক) আংশিক। হলদিয়া পুরসভার ২, ৩, ৫ এবং ৬ নম্বর ওয়ার্ডের আংশিক। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
5/8শহিদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক ও সবলারা গ্রামের বল্লুক-১ এবং ২ এলাকা। এছাড়াও শান্তিপুর-২ (আংশিক) রঘুনাথপুর-১ এবং ২ (আংশিক), কালহারদা (আংশিক), খারুই-২ (আংশিক), তমলুক ভিলার নীলকুঠি গ্রাম পঞ্চায়েত। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
6/8শহিদ মাতঙ্গিনী ব্লকের আরপিএফ ব্যারাক (মেচেদা স্টেশনের কাছে) এলাকার শান্তিপুর-১ এবং শান্তিপুর-২ (আংশিক) গ্রাম পঞ্চায়েত। কোলাঘাট ব্লকের দেড়িয়াচক, ভোগপুর, সাগরবাড় এবং অমলহান্ডা গ্রামপঞ্চায়েতের কিছু অংশ। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
7/8সুতাহাটার বড়তালিয়ার চৈতন্যপুর, আসাদতালিয়া গ্রাম পঞ্চায়েতের একাংশ। হলদিয়া ব্লকের দেউলপোতা, চকদীপা, দেভোগ গ্রাম পঞ্চায়েতের আংশিক। হলদিয়া পুরসভার এক ওয়ার্ডের কিছুঅংশ। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই)
8/8পুরো পাঁশকুড়া পুরসভা এলাকা। পাশাপাশি, পাঁশকুড়া ব্লকের চৈতন্যপুর-২, ঘোষপুর এবং গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের একাংশ। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)