Purple line Metro case in Calcutta HC: কলকাতা পুরসভার ওপর বিরক্তি, মেট্রোর কাজ নিয়ে 'মঙ্গলবার্তা' শোনাবে আদালত?
Updated: 21 May 2024, 09:20 AM ISTমোমিনপুর থেকে ধর্মতলা মেট্রো রেলপথ নির্মাণের জন্য ময়দান এলাকায় নির্বিচারে গাছ কাটা হয়েছে বলে অভিযোগ। আর এই অভিযোগ তুলে মামলা করেছে ‘পিপল ইউনাইটেড ফর বেটার লিভিং ইন ক্যালকাটা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ সেই মামলার রায় দিতে পারে হাই কোর্ট।
পরবর্তী ফটো গ্যালারি