লিড ধরে রাখতে পারিনি, হতাশ লাগছে- Malaysia Masters final-এ হেরে আক্ষেপ সিন্ধুর
Updated: 26 May 2024, 10:43 PM ISTMalaysia Masters 2024 Final: পিভি সিন্ধু রবিবার মালয়েশিয়া মাস্টার্সের ফাইনালে ফাইনালে ২১-১৬, ৫-২১, ১৬-২১ ফলে হারলেন চিনের ওয়াং ঝিয়ের কাছে। প্রতিপক্ষকে শুরুতে চাপেই রেখেছিলেন সিন্ধু। প্রথম সেট ২১-১৬ ব্যবধানে জিতেও নেন সিন্ধু। কিন্তু ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন করে, পরের দুই সেট জিতে নেন ওয়াং ঝিয়ে।
পরবর্তী ফটো গ্যালারি