ইন্ডিয়ান ওপেনের শেষ আটে পিভি সিন্ধু,কিরণ জর্জ! জিতল শেট্টি-সাত্ত্বিকসাইরাজ জুটিও, ছিটকে হেলেন ক্র্যাস্টো, পোনাপ্পা
Updated: 17 Jan 2025, 09:30 AM ISTইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টনে একদিন আগেই পরপর ধাক্কা খেয়েছিল ভারত। এইচএস প্রণয়, লক্ষ্য সেন, প্রিয়াংশুরা হেরে গেছিলেন। বৃহস্পতিবার অবশ্য দুবারের অলিম্পিক্স পদকজয়ী পিভি সিন্ধু কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন। কিরণ জর্জও চাপের সময় নিজের স্নায়ুচাপ ধরে রেখে ম্যাচ বের করে নিলেন। জিতল সাত্ত্বিকসাইরাজ-শেট্টি জুটিও।
পরবর্তী ফটো গ্যালারি