শুধুমাত্র বিমানযাত্রীরাই নন। আশেপাশের বাসিন্দারাও চাইলে এসে এই বিমানবন্দরের মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে পারবেন। সব মিলিয়ে এই মাল্টিপ্লেক্সে একসঙ্গে মোট ১,১৫৫ জন বসে সিনেমা দেখতে পারবেন। থাকছে উন্নত মানের প্রোজেকশন ব্যবস্থা। ডলবি অ্যাটমোসের হাই-ডেফিনিশন অডিও থাকছে।
1/5বিমানবন্দরে 'লে ওভার'? চিন্তা নেই। বসে বসে বোরড না হয়ে বরং সিনেমা হলে ঢুকে পড়ুন। একটি সিনেমা দেখে নিন। না, এর জন্য আপনাকে বিমানবন্দর থেকে বের হতে হবে না। বিমানবন্দরের মধ্যেই থাকছে আস্ত সিনেমা হল। চেন্নাই বিমানবন্দরের ভিতরেই এবার চালু হচ্ছে PVR সিনেমাজ। একটি নয়, পাঁচ-পাঁচটি স্ক্রিনের মাল্টিপ্লেক্স থাকছে বিমানবন্দর কমপ্লেক্সের মধ্যেই। দেশে এমন অভিনব প্রেক্ষাগৃহ এই প্রথম। ফাইল ছবি: পিটিআই (PTI)
2/5শুধুমাত্র বিমানযাত্রীরাই নন। আশেপাশের বাসিন্দারাও চাইলে এসে এই বিমানবন্দরের মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে পারবেন। (ছবি সৌজন্যে ফেসবুক) (PTI)
3/5সব মিলিয়ে এই মাল্টিপ্লেক্সে একসঙ্গে মোট ১,১৫৫ জন বসে সিনেমা দেখতে পারবেন। থাকছে উন্নত মানের প্রোজেকশন ব্যবস্থা। ডলবি অ্যাটমোসের হাই-ডেফিনিশন অডিও থাকছে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (PTI)
4/5এর ফলে বিমানযাত্রীদের মূলত টার্গেট করা হচ্ছে। বিমানবন্দরে এসে ফ্লাইট ডিলে হয়ে যাওয়া, আগে থেকে চলে আসা অথবা বের হওয়ার আগে চাইলেই যাত্রীরা সিনেমা দেখে নিতে পারবেন। আবার 'লে ওভার' অর্থাত্ দুইটি বিমান পরিবর্তনের মাঝে চেন্নাই বিমানবন্দরে অনেকটা সময়ের ব্যবধান থাকলে, তখনও একটি সিনেমা দেখে নিতে পারবেন যাত্রীরা। ফাইল ছবি: পিক্সাবে (PTI)
5/5PVR-এর ভারত ও শ্রীলঙ্কার ৭৮টি শহরে মোট ১৮২টি প্রেক্ষাগৃহ রয়েছে। মোট স্ক্রিনের সংখ্যা ৯০৮টি। ছবি: হিন্দুস্তান টাইমস (PTI)